ক্রীড়া ডেস্ক

রোববার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩

মেসি-হাকিমির গোলে পিএসজির জয়

image

মেসি-হাকিমির গোলে পিএসজির জয়

রোববার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩
ক্রীড়া ডেস্ক

শুরুতে ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় লাগল পিএসজির। উজ্জীবিত ফুটবলে এগিয়ে গেল তুলুজ। সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল ক্রিস্তফ গালতিয়ের দল। চমৎকার দুটি গোল উপহার দিলেন আশরাফ হাকিমি ও লিওনেল মেসি। লিগ টেবিলে শীর্ষস্থান আরও সংহত করল চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে শনিবার লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। তাদের দুটি প্রচেষ্টা পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারত।

চোটের কারণে অভিজ্ঞ ডিফেন্ডার সের্হিও রামোস, দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও নেইমারকে এই ম্যাচে পায়নি পিএসজি। ব্রাজিলিয়ান তারকা ছিলেন না মোঁপেলিয়ের বিপক্ষে ৩-১ গোলে জেতা আগের ম্যাচেও।

চতুর্দশ মিনিটে পিএসজির চোটের তালিকা দীর্ঘ হয়। প্রতিপক্ষের চ্যালেঞ্জে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেস।

পাঁচ মিনিট পরই গোল খেয়ে বসে স্বাগতিকরা। তুলুজের মিডফিল্ডার ফন বুমেনের ফ্রি-কিকে বল রক্ষণ দেয়ালে একজনের পায়ে লেগে জালে জড়ায়।

৩৪তম মিনিটে সমতায় ফিরতে পারত পিএসজি। মেসির কর্নারে কাছের পোস্টে হেডের চেষ্টায় মার্কিনিয়োস মাথা ছোঁয়াতে পারেননি, দূরের পোস্টে লাগে বল। পরের মিনিটে তুলুজের আবুখলাল হেডে জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

খানিক পরই দারুণ গোলে সমতা টানেন হাকিমি। বক্সের বাইরে জায়গা বানিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন মরক্কোর এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে তুলুজের ওপর চাপ বাড়ায় পিএসজি। সেই ধারাবাহিকতায় ৫৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় তারা। হাকিমির পাসে বল বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। ৭৬তম মিনিটে আর্জেন্টাইন তারকার আরেকটি শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

যোগ করা সময়ে গোলের সুযোগ আসে দুই দলের সামনেই। দারুণ এক সেভে লিড ধরে রাখেন পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। পরে মেসির শট পোস্টে লাগে।

২২ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তাদের সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে লঁস।

২২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে তুলুজ।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড