image

ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়ের অভিষেকে নেই মিরাজ

শনিবার, ১৮ মার্চ ২০২৩
ক্রীড়া ডেস্ক

কয়েকদিন আগেই বাংলাদেশ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ডকে। এর আগে জিতেছিল সিরিজের শেষ ওয়ানডেও।

ওই সুখস্মৃতি সঙ্গী করেই আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের দল।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। এর আগে আইরিশদের বিপক্ষে সাত ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ, হেরেছে দুইটিতে।

আগের দিন ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যথা পাওয়া মিরাজকে রাখা যায়নি একাদশে। এছাড়া তাওহীদ হৃদয়ের অভিষেক হচ্ছে। গত বিপিএলে দারুণ পারফরম্যান্স করার পর জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পান তিনি। এরপর মাঝে ডিপিএলের একটি ম্যাচে ভালো করেন। এবার সুযোগ হয়েছে ওয়ানডের একাদশেও।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি