সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ১৯ মার্চ ২০২৩

এফএ কাপ ফুটবল

হাল্যান্ডের আরেকটি হ্যাটট্রিক : ম্যানসিটি সেমিফাইনালে

image

এফএ কাপ ফুটবল

হাল্যান্ডের আরেকটি হ্যাটট্রিক : ম্যানসিটি সেমিফাইনালে

রোববার, ১৯ মার্চ ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

আর্লিং হাল্যান্ড এক সপ্তাহর মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন এবং তার ম্যানচেস্টার সিটি শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ৬-০ গোলের বড় ব্যবধানে বার্নলেকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। হাল্যান্ড গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের বিপক্ষে করেছিলেন ৫ গোল।

হাল্যান্ড একের পর এক গোল করে চলতি মৌসুমে ম্যানসিটির হয়ে সবচেয়ে বেশী গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন। শনিবারের হ্যাটট্রিকসহ চলতি মৌসুমে তার হ্যাটট্রিক সংখ্যা বেড়ে দাড়ালো ছয়-এ। তিনি ৩২ ও ৩৫ মিনিটে দুটি গোল করার পর খেলার বয়স এক ঘন্টা হওয়ার ঠিক আগে পেনাল্টি থেকে করেন তৃতীয় গোল। চলতি মৌসুমে এ নিয়ে হাল্যান্ড গোল করলেন ৪২টি। ম্যানসিটির হয়ে দুটি গোল করেন জুলিয়ান আলভারেজ এবং একটি করেন বদলি খেলোয়াগ কোল পালমার। ম্যানসিটি এক সপ্তায় প্রতিপক্ষের জালে বল পাঠালো মোট ১৩বার।

ম্যানসিটির সাবেক খেলোয়াড় ভিনসেন্ট কোম্পানি ছিলেন বার্নলের কোচ। সাবেক দলের কাছে তিনি হারলেন বড় ব্যবধানে। হাল্যান্ড ইংলিশ ফুটবলে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৪০টি বা তার বেশী গোল করার কৃতিত্ব অর্জন করলেন। তার আগে এ কৃতিত্ব অর্জণ করেছিলেন রুড ফন নিস্টেলরুই (৪৪), মোহামেদ সালাহ (৪৪), ক্রিস্তিয়ানো রোনালদো (৪২), অ্যান্ডি কোল (৪১) এবং হ্যারি কেইন (৪১)। হাল্যান্ড যেভাবে গোল করে চলছেন তাতে মৌসুম শেষে তার গোল সংখ্যা নি:সন্দেহে ৫০ পার হয়ে যাবে।

সাবেক খেলোয়াড় অ্যালান শিয়েরার বলেন, ‘সে সম্ভবত ৫০ গোল করবে। এমনকি গোল সংখ্যা ৬০ও হয়ে যেতে পারে। হাল্যান্ড একজন দানব। সে গোল মেশিন। তার জীবনই যেন গোল।’

হাল্যান্ড নিজে অবশ্য পরিসংখ্যান নিয়ে ভাবেন না। আন্তর্জাতিক বিরতির আগে দলকে ৭-০ এবং ৬-০ ব্যবধানে জেতাতে পারায় আমি খুব খুশী। আমার কাছে প্রতিটি গোলই অমূল্য। দলের কাছেও গোল অনেক মূল্যবান।’

ম্যাচের শুরুর দিকে বার্নলে চেষ্টা করেছিল ম্যানসি্িটর সাথে সমানতালে পাল্লা দিতে। তারা কিছুক্ষণ ম্যানসিটির জন্য চিন্তার কারণও হয়ে উঠেছিল। কিন্তু হাল্যান্ডের প্রথম গোলই পরিস্থিতি বদলে দেয়। অনেক বেশী উজ্জীবিত হয়ে যায় ম্যানসিটি এবং কোনঠাসা হয়ে যায় বার্নলে। শেষ পর্যন্ত এ ধারা বজায় থাকে এবং বার্নলে একে একে ছয় গোল হজম করে।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের