ক্রীড়া ডেস্ক

রোববার, ২১ মে ২০২৩

কাসেমিরোর চমৎকার গোলে ইউনাইটেডের জয়

image

কাসেমিরোর চমৎকার গোলে ইউনাইটেডের জয়

রোববার, ২১ মে ২০২৩
ক্রীড়া ডেস্ক

শুরুতেই দারুণ এক গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নিলেন কাসেমিরো। বাকি সময়ে দুই গোলরক্ষক করলেন দারুণ কিছু সেভ। স্কোরলাইনেও তাই আর পরিবর্তন এলো না। বোর্নমাউথকে হারিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার আশা উজ্জ্বল করল এরিক টেন হাগের দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার লিগ ম্যাচটি ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

৩৬ ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে চারে আছে ইউনাইটেড। বাকি দুই ম্যাচ থেকে আর ১ পয়েন্ট পেলেই সেরা চারে থাকা নিশ্চিত হয়ে যাবে তাদের।

নবম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। ক্রিস্তিয়ান এরিকসেনের ক্রস বক্সে ক্লিয়ার করতে পারেননি বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি। কাছ থেকে অ্যাক্রোবেটিক শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

২৬তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় বোর্নমাউথ। ইংলিশ ফরোয়ার্ড ডমিনিক সোলাঙ্কের নিচু শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়া। প্রথমার্ধের শেষ দিকে আরেকটি সুযোগ পেয়ে হেড লক্ষ্যে রাখতে পারেননি সোলাঙ্কে।

৬৩তম মিনিটে সুযোগ আসে ইউনাইটেডের ভঠ ভেহর্স্টের সামনে। খানিক আগে অঁতনি মার্শিয়ালের বদলি নামা এই ডাচ ফরোয়ার্ডের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ৭৬তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের ভলিও দারুণ দক্ষতায় ঠেকান তিনি।

নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে আরেকটি বড় সুযোগ পায় বোর্নমাউথ। এবার কিফার মুরের প্রচেষ্টা ফিরিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক দে হেয়া।

এ দিনই সেরা চারে থাকা নিশ্চিত হয়ে যেতে পারত ইউনাইটেডের। তাদের ম্যাচ শেষের পরও আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ছিল লিভারপুল। তবে ৮৯তম মিনিটে রবের্তো ফিরমিনোর গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে আছে নিউক্যাসল ইউনাইটেড (৩৬ ম্যাচ)।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের