image

??????? ?? ????

ভিনিসিয়ুসের লাল কার্ড প্রত্যাহার করা হয়েছে

বুধবার, ২৪ মে ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত রবিবার রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রকে দেখানো লাল কার্ড প্রত্যাহার করা হয়েছে। স্পেনিশ ফুটবল ফেডারেশন মঙ্গলবার জানায়, ম্যাচ রেফারি রিকার্ডো ডি বুর্গোস বেনগোয়েটজা ভুল তথ্যের ভিত্তিতে ম্যাচের শেষ সময়ে ভিনিসিয়ুসকে লাল কার্ড দেখিয়েছিলেন। মূলত ভিএআর রেফারি উক্ত ঘটনার আংশিক ভিডিও রিপ্লেতে দেখানোর কারণেই রেফারি সঠিক চিত্রটি দেখতে পাননি। ঘটনার পুরো ভিডিওতে দেখা যায় ভ্যালেন্সিয়ার খেলোয়াড় হুগো হাত দিয়ে ভিনিসিয়ুসের ঘাড় আটকে ধরেছেন। পরে ভিনিসিয়ুস ক্ষুব্ধ হয়ে তাকে চড় মারেন। কিন্তু ভিএআর রেফারি কেবল ভিনিসিয়ুসের চড় মারার ঘটনাটিই রেফারিকে অবহিত করেছেন।

একই ম্যাচে ভ্যালেন্সিয়ার সমর্থকদের বর্ণবাদী আচরণে শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস। এ কারণে খেলা এক পর্যায়ে দশ মিনিট বন্ধও ছিল।

ফেডারেশন এক বিবৃতিতে বলেন, ‘স্পেনিশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি মনে করে ঘটনার পুরোটা না দেখে রেফারিকে সিদ্ধান্ত নিতে হয়েছে বিধায় এতে তিনি সঠিক সিদ্ধান্ত দিতে পারেননি। বাস্তবতা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে রেফারিকে সিদ্ধান্ত নেয়ার জন্য প্রযুক্তির উপর নির্ভর করতে হয়। কারণ মাঠে ঘটে যাওয়া ঘটনার সব কিছু তার নজরে নাও আসতে পারে।’

এ ঘটনায় আগেই ভিএআর রেফারিসহ ছয়জনকে বরখাস্ত করে লিগ কর্তৃপক্ষ। তাছাড়া ভিনিসিয়ুসকে নিয়ে বর্ণবাদী আচরণ করায় ভ্যালেন্সিয়ার সাতজন সমর্থককে আটক করেছে স্পেনিশ পুলিশ। ভ্যালেন্সিয়া ক্লাবকে ৪৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তাদেরকে ৫টি ম্যাচ খেলতে হবে গ্যালারির একটা অংশ বন্ধ রেখে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি