সেতু আছে, সংযোগ সড়ক নেই

টাঙ্গাইল সদর উপজেলার লাউজানা গ্রামের লৌহজং নদীর ওপর নির্মিত সেতুটি স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের দাবি ছিল। ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ এই সেতু নির্মাণ করেছিল। কিন্তুসেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ফলশ্রুতিতে নদী পারাপারের জন্য আশপাশের ৩০ গ্রামের মানুষকে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছে।

সেতুটি থাকলেও তা দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। নদীর দুই পাশে বসবাসরত মানুষ হেঁটে পারাপার করতে গেলে অনেক দূর ঘুরে যেতে হয়। শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষদের জন্য এটি এক বড় সমস্যা। স্থানীয়রা বলছেন, সামান্য কিছু অর্থ বরাদ্দ করলে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা যেত। তখন চলাচল সহজ হতো। সেতুর ঢালগুলো মাটি ফেলে সামান্য সংস্কার করলেও ভোগান্তি কমানো যেত।

ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কাজ শেষ করলেও সংযোগ সড়কের দায়িত্ব ছিল না তাদের। এলজিইডি ও উপজেলা প্রশাসনও সংযোগ সড়কের জন্য অর্থের অভাব উল্লেখ করেছেন। তবে আশ্বাস দেওয়া হয়েছে যে, প্রথমার্ধেই সেতুর সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

সেতু আছে, কিন্তু সংযোগ না থাকায় জনদূর্ভোগ চরমে পৌঁছেছে- এমন দৃশ্য নতুন নয়। শুধু নির্মাণ করাই যথেষ্ট নয়। পরিকল্পিত সংযোগ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও দরকার। যাতে লাখ লাখ মানুষের জীবনযাত্রা সহজ হয়। তখন রাষ্ট্রেরর ব্যয় ও উন্নয়ন প্রকল্পের সার্থকতা নিশ্চিত হবে। আমরা আশা করব, টাঙ্গাইল সদর উপজেলার লাউজানা গ্রামের লৌহজং নদীর ওপর নির্মিত সেতুর দুপাশে সংযোগ সড়ক নির্মাণ করা হবে। স্থানীয় জনসাধারণের যাতায়াতকে নির্বিঘœ করা হবে।

সম্প্রতি