ময়মনসিংহের ভালুকা উপজেলার খীরু নদী একসময় ছিল কৃষি, মৎস্য ও গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি। শিল্প বর্জ্যের দীর্ঘদিনের অব্যবস্থাপনায় সেই নদী আজ কার্যত দূষিত নালায় পরিণত হয়েছে। দূষণের প্রভাব শুধু নদীর পানিতে সীমাবদ্ধ নেই। সেখানকার কৃষি, জীববৈচিত্র ও জনস্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বিভিন্ন ডাইং ও শিল্পকারখানা থেকে অপরিশোধিত রাসায়নিক বর্জ্য লাউতি, বেতিয়াহাঙ্গুন, বিলাইজুরি ও অন্যান্য খাল হয়ে খীরু নদীতে পড়ছে। দূষিত পানি দিয়ে সেচ দেওয়ায় নদীর দুই পাড়ের শত শত একর জমির উর্বরতা কমে গেছে।
দূষণের আরেকটি বড় প্রভাব পড়েছে মৎস্যসম্পদ ও জীববৈচিত্রের ওপর। একসময় খীরু নদীতে রুই, কাতল, বোয়াল, পাবদা, টেংরা, চিংড়িসহ নানা দেশীয় মাছ পাওয়া যেত। এখন সেগুলোর বেশির ভাগই বিলুপ্ত। নদীনির্ভর জেলে সম্প্রদায় এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, অনেক কারখানায় ইটিপি থাকলেও তা সচল রাখা হচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের তদারকির ঘাটতি ও কার্যকর পদক্ষেপের অভাব এই পরিস্থিতিকে দীর্ঘস্থায়ী করেছে বলে অভিযোগ রয়েছে।
আমরা বলতে চাই, শিল্পকারখানায় ইটিপি বাধ্যতামূলকভাবে সচল রাখা, নিয়মিত পরিবেশগত নজরদারি জোরদার করা এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে নদী ও খাল পুনরুদ্ধারে সমন্বিত পরিকল্পনা নিতে হবে।
খীরু নদী ভালুকা অঞ্চলের কৃষি, জীবিকা ও পরিবেশের সঙ্গে সরাসরি যুক্ত। শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার ভারসাম্য রক্ষা করা না গেলে উন্নয়ন টেকসই হবে না। এই বাস্তবতা নীতিনির্ধারকদের উপলব্ধি করবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে আমরা আশা করতে চাই।
অর্থ-বাণিজ্য: সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৩৫৪ কোটি টাকা
অর্থ-বাণিজ্য: আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন
অর্থ-বাণিজ্য: বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
অর্থ-বাণিজ্য: এলডিসি উত্তরণের পর ইইউতে রপ্তানিতে শুল্ক বাড়বে ১২ শতাংশ
অর্থ-বাণিজ্য: পাঁচ মাসে বিদেশি ঋণের অর্থ ছাড় বেড়েছে ২৬ শতাংশ
বিজ্ঞান ও প্রযুক্তি: ২৯-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬
সারাদেশ: বেদে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন