রেললাইনে কেন বাজার

কুষ্টিয়া কোর্ট স্টেশনের কাছে গত শুক্রবার রেললাইনের পাত ভেঙে গেছে। এ কারণে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন এক ঘণ্টারও বেশি দেরিতে ছেড়েছে। এ নিয়ে সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

দীর্ঘদিন ধরে উক্ত রেললাইনের ওপরই মাছের বাজার বসছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মাছ বিক্রি হয়। মাছের বর্জ্য, পানি আর আবর্জনা জমে রেলের লোহায় জং ধরে যায়। ধারণা করা হচ্ছে, এ কারণে রেল লাইন জং ধরে দুর্বল হয়ে ভেঙে পড়ে। রেলওয়ে কর্মকর্তারা বলছেন যে, এই বাজারের কারণেই লাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ক্ষতিগ্রস্ত রেল লাইন দেখতে পেয়ে স্থানীয়রা রেল কর্তৃপক্ষকে জানায়। পরে দ্রুত রেললাইন মেরামত করা হয়। যিদি সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আগে ট্রেন চলাচল করত তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত।

প্রশ্ন হচ্ছে, রেললাইনে কেন বাজার বসাতে হবে। স্থানীয়রা বলছেন, একটি অসাধু চক্রের যোগসাজশে এই অবৈধ বাজার চলছে। রেলের কিছু কর্মচারী, স্থানীয় প্রভাবশাীল আর বাজারের ইজারাদাররা টাকার বিনিময়ে এটা চালিয়ে যাচ্ছে।

কেবল এই একটি এলাকায় নয়, দেশের অনেক স্থানেই রেললাইনে অবৈধ বাজার বসতে দেখা যায়। স্থানীয় প্রশাসনের দৃষ্টি না থাকায় লাইনের ঝুঁকি বাড়ছে।

রেলের ওপর বাজার বসানো শুধু অবৈধ নয়, এটি যাত্রীদের জীবনও বিপন্ন করছে। রেললাইন থেকে এই অবৈধ বাজার উচ্ছেদ করতে হবে। রেলপথে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এটা করা জরুরি। ট্রেন চলাচল নিরাপদ রাখতে ও দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমরা আশা করতে চাই।

সম্প্রতি