সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদ দেয়ার বিনিময়ে ১৫০-২০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ ফি-মুক্ত। ভর্তি, সনদ দেয়া বা অন্য কোনো সেবার জন্য শিক্ষার্থী বা অভিভাবকের কাছ থেকে কোনো টাকা নেয়ার বিধান নেই।
অভিভাবকদের অভিযোগ, সনদ না দিলে উচ্চ বিদ্যালয়ে ভর্তি করানো সম্ভব হবে না বলে তারা টাকা দিতে বাধ্য হয়েছেন। প্রধান শিক্ষকের দাবি, টাকা স্বেচ্ছায় দেওয়া হয়েছে এবং তা কাগজপত্রের খরচের জন্য নেয়া হয়েছে। তবে অভিভাবকদের বক্তব্য ও উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রাথমিক অনুসন্ধানে বাধ্যতামূলক আদায়ের বিষয়টি স্পষ্ট হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও এ ধরনের অনিয়ম ঘটছে, যা প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও জবাবদিহিতার অভাবকেই নির্দেশ করে। উপজেলা শিক্ষা কর্মকর্তা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তিনি আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দেয়ার সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ ধরনের অনিয়ম বারবার ঘটতে দেয়া হলে সাধারণ মানুষের সরকারি সেবার প্রতি আস্থা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে।
সুতরাং দ্রুত, স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ অনিয়ম বন্ধ করা জরুরি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য তদারকি ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
অর্থ-বাণিজ্য: সংকট কাটাতে বাকিতে এলপি গ্যাস আমদানির সুযোগ
অর্থ-বাণিজ্য: ডিএসই’র সূচক থেকে বাদ ১৬ শেয়ার, যুক্ত হচ্ছে ৯টি
অর্থ-বাণিজ্য: সব ব্যাংকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালানোর নির্দেশ
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে লেনদেন নামলো ৩০০ কোটির ঘরে
বিজ্ঞান ও প্রযুক্তি: খিলগাঁওয়ে সাজগোজ এর নতুন আউটলেট উদ্বোধন