চট্টগ্রাম দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত চালু হওয়া রেললাইন যাত্রীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। যাত্রীসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই রেলপথের গুরুত্ব বাড়ছে। তবে চকরিয়া উপজেলার সাহারবিল, হারবাং এবং মালুমঘাট রেলস্টেশন নিরাপত্তার স্বল্পতার কারণে যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
জানা গেছে, স্টেশনগুলোতে স্থায়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ি নেই। ফলে দিনের বেলা যেমন সমস্যা দেখা দেয়, রাতের অন্ধকারে সেখানে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তার ঘাটতির সুযোগ নিয়ে স্টেশন এলাকায় একটি চক্র নানান অপরাধে জড়িয়ে পড়ছে।
সংশ্লিষ্টর বলছেন, সন্ধ্যার পর স্টেশন ও আশপাশের এলাকা অন্ধকারে থাকায় নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে যায়। পর্যাপ্ত আলোর অভাব এবং রেলওয়ে পুলিশের অনুপস্থিতির কারণে যাত্রীদের নিরাপত্তা বিঘিœত হচ্ছে।
জনস্বার্থে চকরিয়ার রেলস্টেশনে স্থায়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপন করা অত্যন্ত জরুরি। পাশাপাশি স্টেশন এলাকা ও আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। স্টেশনে পর্যবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এতে শুধু যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে। এর মাধ্যমে রেলপথে ভ্রমণকারীদের আস্থাও বাড়বে।
নিরাপদ রেল পরিবহন নিশ্চিত না হলে যাত্রী সেবা ও রেলপথের জনপ্রিয়তা দুটোই ক্ষতিগ্রস্ত হবে। জনস্বার্থে, নিরাপত্তার দিকটি অবহেলা করা মোটেও সমীচীন নয়।