গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট দূর করুন

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিনের জনবল সংকটে ভুগছে। ৫০ শয্যার এই হাসপাতালে অনুমোদিত ১৯টি জুনিয়র কনসালটেন্ট পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১০ জন। এর মধ্যেও কয়েকজন চিকিৎসক দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত আছেন। ফলে মেডিসিন, গাইনি, অর্থোপেডিক, চক্ষু, ইএনটি, চর্ম ও যৌন রোগসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ কার্যত অচল হয়ে পড়েছে। বিশেষ করে গাইনি কনসালটেন্টের অনুপস্থিতির কারণে জুন মাস থেকে হাসপাতালের সিজার অপারেশন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জানা গেছে, আউটডোরে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ রোগী আসেন। চিকিৎসক সংকটের কারণে উপসহকারী দিয়ে রোগী দেখানো হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় ওষুধের একটি বড় অংশ বাইরে থেকে কিনতে হচ্ছে, যা দরিদ্র রোগীদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক অনুপস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হয়েছে। তবে টেকসই সমাধান হয়নি। অপারেশন থিয়েটারের সক্ষমতা আছে। কিন্তুচিকিৎসক না থাকায় এর সেবা বন্ধ থাকা একটি বড় ব্যবস্থাপনাগত ব্যর্থতার পরিচয় বহন করে।

উপজেলা পর্যায়ের একটি হাসপাতাল শুধু একটি এলাকার নয়, আশপাশের বহু মানুষের ভরসা। সেখানে চিকিৎসক অনুপস্থিতি, শূন্য পদ দীর্ঘদিন পূরণ না হওয়া এবং তদারকির ঘাটতির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করা দরকার।

শূন্য পদে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দিতে হবে। কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কারও ব্যক্তিগত দায়িত্বহীনতার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না।

সম্প্রতি