বন্ধ সড়ক, চলমান ভোগান্তি

রোববার, ১৮ জানুয়ারী ২০২৬
সংবাদ অনলাইন রিপোর্ট

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এ কারণে স্থানীয় মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাঁচ মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কাজটি প্রায় দুই বছর ধরে অচল অবস্থায় রয়েছে। এতে এলাকার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিশেষ করে রোগী পরিবহন হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।

সংবাদ-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, সড়কটি জামশা ইউনিয়নের মাটিকাটা থেকে বলধারা ইউনিয়নের বাঙ্গালা বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ। এটি আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষের জেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ। প্রতিদিন শিক্ষার্থী, কৃষিপণ্যবাহী যান ও রোগীসহ হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি খানাখন্দে ভরে গেছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়।

২০২৩-২৪ অর্থবছরে এলজিইডির আওতায় প্রায় তিন কোটি টাকার একটি প্রকল্পে সড়কটির কাজ শুরু হয়। কিন্তু কাজের শুরুতেই গুণগত মান নিয়ে অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ ও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি দুর্নীতি দমন কমিশনের নজরে আসে। এরপর কাজ বন্ধ হয়ে যায়। অভিযোগ তদন্তের প্রক্রিয়া চললেও দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ থাকায় এর খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন রোগী ও পরিবহন শ্রমিকরা। ঝুঁকিপূর্ণ রাস্তায় চলাচল করতে গিয়ে প্রায়ই যানবাহন বিকল হয়, দুর্ঘটনার আশঙ্কা থাকে। এতে সময় যেমন বাড়ছে, তেমনি বাড়ছে চিকিৎসাঝুঁকি ও পরিবহন ব্যয়।

কাজ আংশিক সম্পন্ন করে বিল উত্তোলনের অভিযোগ প্রকল্প ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়া অবশ্যই প্রয়োজন। তবে সে কারণে একটি গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর অচল রাখা যুক্তিসংগত নয়।

সম্প্রতি