সুন্দরবনে আবার জেলে অপহরণ

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় পাঁচ জেলেকে ট্রলারসহ অপহরণ করা হয়েছে। তাদের মুক্তির জন্য মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়েছে। এর আগে একই এলাকায় এক সপ্তাহের ব্যবধানে আরও কয়েকজন জেলে অপহরণের শিকার হয়েছেন।

সুন্দরবনে জেলে অপহরণের ঘটনা নতুন নয়। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি পরিস্থিতিকে আবারও উদ্বেগজনক করে তুলেছে।

জানা গেছে, একটি নির্দিষ্ট বনদস্যু চক্র দীর্ঘদিন বিরতি থাকার পর আবার সক্রিয় হয়ে উঠেছে। অপহরণের সঙ্গে মারধর, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগও পাওয়া যাচ্ছে। এতে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। অনেকেই মাছ ধরতে যেতে অনীহা প্রকাশ করছেন। এর ফলে জেলেদের জীবন-জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে।

সুন্দরবনে দস্যু দমনে অতীতে যৌথ বাহিনীর অভিযানের ফলে দীর্ঘ সময় তুলনামূলক শান্ত পরিস্থিতি বজায় ছিল। সাম্প্রতিক সময়ে সেই নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়েছে কিনা সেই প্রশ্ন উঠেছে। নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক তৈরি হলে দস্যু চক্র আবার সংগঠিত হওয়ার সুযোগ পায়-এটাই বাস্তবতা।

অপহৃত জেলদের দ্রুত উদ্ধার করতে হবে। অপহরণ বন্ধে ধারাবাহিক ও সমন্বিত অভিযান চালাতে হবে, নিয়মিত টহল দিতে হবে। গোয়েন্দা নেটওয়ার্ককে শক্তিশালী করা দরকার।

সুন্দরবন শুধু প্রাকৃতিক সম্পদ নয়, হাজারো মানুষের জীবিকার উৎস। সেখানে নিরাপত্তা নিশ্চিত করা না গেলে জেলে সম্প্রদায়ের জীবন ও বনভিত্তিক অর্থনীতি দুটিই ঝুঁকির মুখে পড়বে। দস্যু দমনে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আমরা আশা করতে চাই।

সম্প্রতি