তিস্তা সেচ ক্যানেলের ভাঙন: টেকসই সমাধান জরুরি

নীলফামারীতে তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের প্রধান ক্যানেলের বাঁধ ভেঙে গেছে। আকস্মিক ভাঙনে শতাধিক একর আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। এতেকরে বোরো বীজতলা, সরিষা, আলু, ভুট্টাসহ নানা রবি ফসল নষ্ট হয়েছে। খরিপ মৌসুমের শুরুতেই এ ঘটনা কৃষকদের জন্য সংকট তৈরি করেছে।

কৃষকেরা বোরো চারা রোপণ ও সেচ কাজে ব্যস্ত। ভাঙনের কারণে কয়েক মাসের প্রস্তুতি ও বিনিয়োগ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গেছে। এ কারণে বহু পরিবার আর্থিক অনিশ্চয়তায় পড়েছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, একই স্থানে আগেও একাধিকবার বাঁধ ভেঙেছে। তখন টেকসই সংস্কার না হওয়ায় আবারও ভাঙনের শিকার হয়েছে বাঁধ।

ওই ক্যানেল তিস্তা সেচ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে মাটির বাঁধ দুর্বল অবস্থায় থাকলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কয়েক বছর পরপর একই ধরনের দুর্ঘটনা ঘটছে। আর কৃষি উৎপাদন ও কৃষকদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে প্রথম কাজ হওয়া উচিত দ্রুত ও নিরপেক্ষভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ জরিপ করা। জরুরি আর্থিক সহায়তা দিলে কৃষকরা পরবর্তী মৌসুমের প্রস্তুতি নিতে পারবেন।

দীর্ঘমেয়াদে ক্যানেলের ঝুঁকিপূর্ণ অংশে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। একই সঙ্গে প্রকল্প ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করা দরকার, যাতে একই এলাকায় বারবার এমন ক্ষতি না হয়। এই প্রকল্পের অবকাঠামো নিরাপদ ও টেকসই না হলে কৃষি উৎপাদন ব্যাহত হবে। বাঁধ নিয়মিত রক্ষণাবেক্ষণ করার বিকল্প নেই। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সম্প্রতি