জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তিন ফসলি কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। ভেকু ব্যবহার করে টপ সয়েল কেটে নেয়া হচ্ছে। এতেকরে কৃষিজমির উর্বরতা নষ্ট করছে।
সংবাদ-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গুনারীতলা ইউনিয়নের জোনাইল মৌজায় দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম চলছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, জমি থেকে মাটি কেটে নেয়ার কারণে পাশের জমিতেও পানি ধরে রাখা যাচ্ছে না। সেচব্যবস্থা ব্যাহত হচ্ছে, চাষাবাদ কঠিন হয়ে পড়ছে। এতে অনেক কৃষক বাধ্য হয়ে নিজের জমির মাটিও বিক্রি করছেন। এভাবে ধীরে ধীরে তিন ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে।
তিন ফসলি জমি দেশের খাদ্য উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এসব জমি নষ্ট হলে শুধু একটি এলাকার নয়, সামগ্রিক খাদ্যনিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। প্রশাসনের নজরদারি উপেক্ষা করে প্রভাবশালী একটি চক্র নিয়মিতভাবে এই মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। আমরা বলতে চাই, শুধু আশ্বাসে সমস্যার সমাধান হয় না। দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে অবৈধ মাটি কাটার প্রবণতা আরও বাড়তে পারে।
তিন ফসলি কৃষিজমি রক্ষায় প্রশাসনিক তদারকি জোরদার করা জরুরি। অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে কৃষকদের সচেতন করা এবং বিকল্প ব্যবস্থা নিশ্চিত করাও প্রয়োজন।
অর্থ-বাণিজ্য: ভারতের অধিকাংশ পণ্যে জিএসপি সুবিধা স্থগিত করেছে ইইউ
অর্থ-বাণিজ্য: বাজার মূলধন বাড়লো ৬ হাজার কোটি টাকা
অর্থ-বাণিজ্য: পোশাক খাত নিয়ে সংকট, উদ্বিঘœ ব্যবসায়িরা
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই