কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন ও আশপাশের চরাঞ্চল দীর্ঘদিন ধরে পাকা সেতুর সংকটে ভুগছে। সোনাভরি নদীর ওপর পাকা সেতু না থাকায় এই জনপদের মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।।
কোদালকাটি ও মোহনগঞ্জ চরাঞ্চলে গ্রাম প্রায় ৩০টি। সেখানে রয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। এই অঞ্চলে উৎপাদিত ধান, পাট, গম, ভুট্টা ও সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। তবে মাত্র ৭০ মিটার প্রস্থের একটি নদী পার হতে গিয়ে প্রতিদিন মানুষকে দুর্ভোগ পোহতে হচ্ছে। খেয়াঘাটনির্ভর এই যাতায়াত বর্ষা মৌসুমে প্রায় অচল হয়ে পড়ে। আর শুষ্ক মৌসুমে অস্থায়ী ও নড়বড়ে কাঠের সেতু ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
এই যোগাযোগ সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়ে জরুরি সেবায়। গর্ভবতী নারী বা গুরুতর রোগীকে হাসপাতালে নেয়া সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতেও নিয়মিত সমস্যা দেখা দেয়।
স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে খাজার ঘাটে একটি স্থায়ী ব্রিজের দাবি জানিয়ে আসছেন। প্রশাসনিক পর্যায়ে প্রস্তাব পাঠানো হলেও অনুমোদনের অভাবে কাজ শুরু হয়নি বলে সংশ্লিষ্ট প্রকৌশলীর বক্তব্যে জানা যায়।
একটি পাকা সেতু নির্মাণ করা হলে চরাঞ্চলের মানুষের যোগাযোগ, পণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন ঘটতে পারে। উন্নয়ন পরিকল্পনায় চরাঞ্চলকে প্রান্তিক নয়, সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
আন্তর্জাতিক: মেক্সিকোয় ফুটবল মাঠে সশস্ত্র হামলায় নিহত ১১, আহত ১২
আন্তর্জাতিক: ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৮, নিখোঁজ ২৪