বিজনা নদীতে পাকা সেতু নির্মাণে কার্যকর ব্যবস্থা নিন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিজনা নদীর ওপর একটি স্থায়ী সেতুর অভাবে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা ব্যহত হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কের কাছাকাছি অবস্থান হলেও দেবপাড়া ও গজনাইপুর ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। একটি সেতু না থাকায় শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসাÑ সব ক্ষেত্রেই ওই এলাকার মানুষ প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়ছেন। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

নদীর দুই পাড়ে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, হাটবাজার ও ঘনবসতি থাকলেও যাতায়াতের একমাত্র ভরসা বর্ষায় নৌকা এবং শীতকালে অস্থায়ী বাঁশের সাঁকো। এসব সাঁকো ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও গুরুতর। অনেক সময় নৌকা না পাওয়ায় চিকিৎসা বিলম্বিত হয়, যা অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি করে।

কৃষি খাতেও সেতুর অভাব বড় বাধা। নদীর অপর পাড়ের হাওর এলাকায় উৎপাদিত বিপুল পরিমাণ বোরো ধান পরিবহনে কৃষকদের বাড়তি খরচ ও সময় ব্যয় করতে হয়। ফলে ন্যায্য দাম পাওয়া কঠিন হয়ে পড়ে। অথচ একটি স্থায়ী সেতু নির্মিত হলে মৌলভীবাজার জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে। তখন দীর্ঘ ঘুরপথ এড়িয়ে অল্প দূরত্বেই যাতায়াত সম্ভব হবে।

দুঃখজনক হলো, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। এমনকি নকশাসহ প্রকল্পের প্রস্তাব থাকলেও অজ্ঞাত কারণে তা এগোয়নি। এতে স্থানীয় মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে।

এ অবস্থায় বিজনা নদীর ওপর একটি সেতু নির্মাণ করা জরুরি। কেবল প্রতিশ্রুতি দেয়া যথেষ্ট নয়; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ-সংক্রান্ত প্রকল্প দ্রুত পুনরুজ্জীবিত করা এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়া।

সম্প্রতি