পৌর খাল রক্ষা করতে টেকসই পদক্ষেপ নিন

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের পানি নিঃষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ একটি খাল দখলের অভিযোগ উঠেছে। আমলাপাড়া ও সাধুপাড়ার মাঝখানে অবস্থিত খালটি পৌর শহরের একমাত্র কার্যকর জলাধার। সময়ের সঙ্গে সঙ্গে খালের অনেকটা অবৈধ দখলে চলে যাওয়ায় ড্রেনেজ ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে খালের একটি অংশ মাটি ভরাট করে স্থাপনা নির্মাণের উদ্যোগ স্থানীয় জনজীবনে নতুন উদ্বেগ তৈরি করেছে। এ নিয়ে সংবাদ-এ প্রতিবদেন প্রকাশিত হয়েছে।

খাল ভরাট হলে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এর ফলে আবাসিক এলাকায় জলাবদ্ধতা ও জনদুর্ভোগ বাড়বে। খাল দখলের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি ‘সরকারের কাছ থেকে বন্দোবস্ত’ নেয়ার দাবি করেছেন। তার দাবি কতটা সত্য সেট খতিয়ে দেখা দরকার। সরকারি নথিতে খাল হিসেবে চিহ্নিত কোনো জলাধার ব্যক্তিগত দখলে যাওয়ার সুযোগ আছে কিনা সেটা আমরা জানতে চাইব।

এ অবস্থায় উপজেলা প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাটি ভরাটের কাজ বন্ধ করা ইতিবাচক পদক্ষেপ হলেও, ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। তদন্ত দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা প্রয়োজন। কাগজপত্র যাচাই, মাঠপর্যায়ে পরিমাপ এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া না হলে সমস্যার টেকসই সমাধান হবে না।

একই সঙ্গে দখলমুক্ত করে খাল পুনঃখননের মাধ্যমে পানি চলাচল স্বাভাবিক করাও জরুরি। পৌর এলাকার জলাধার রক্ষা করা পরিবেশ রক্ষার স্বার্থে অত্যন্ত জরুরি। নাগরিক সুবিধা ও টেকসই নগর ব্যবস্থাপনার জন্যও এটা অপরিহার্য।

সম্প্রতি