হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে নির্মিত একটি সংযোগ সেতু প্রায় ১০ বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে। সেতুর সঙ্গে সংযোগ সড়ক না থাকায় সেতু দিয়ে কোনো যানবাহন বা মানুষ চলাচল করতে পারছে না। ফলে রাষ্ট্রের অর্থ ব্যয় করে নির্মিত এই অবকাঠামো স্থানীয়দের জন্য কোনো উপকারে আসেনি।
সংবাদ-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, হরষপুর থেকে কাশিমনগর যাতায়াতের সবচেয়ে সংক্ষিপ্ত পথ এই সেতু। কিন্তু সংযোগ সড়ক না থাকায় স্থানীয় বাসিন্দাদের ৪ কিলোমিটারের পথ অতিক্রম করতে ১০-১৫ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময় এবং যাতায়াত খরচ উভয়ই বেড়েছে।
বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়। বিকল্প পথ না থাকায় স্থানীয়রা রেলওয়ে ব্রিজের ওপর কাঠের তক্তা বিছিয়ে ঝুঁকি নিয়ে পার হন। কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষার্থীদের যাতায়াতও এতে ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, সমস্যাটি তাদের নজরে আছে, সমাধানের জন্য পরিকল্পনা নেয়া হচ্ছে। শীঘ্রই কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
আমরা বলতে চাই, স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণে শুধু আশ্বাস নয়, দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন। রাষ্ট্রের অর্থে নির্মিত অবকাঠামো যাতে জনগণের কাজে লাগে সেই ব্যবস্থা করতে হবে। পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও তদারকিতে আরও কঠোরতা ও সমন্বয় দরকার। এ ধরনের প্রকল্পে সংযোগ সড়কসহ পূর্ণাঙ্গ ব্যবহারযোগ্যতা নিশ্চিত করা না হলে জনদুর্ভোগ লাঘব হয় না। সম্পদের অপচয় তো হয়ই।
অপরাধ ও দুর্নীতি: মব-গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ: প্রতিবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি: রিয়েলমি পি৪ পাওয়ারের সঙ্গে শুরু হলো ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ
বিজ্ঞান ও প্রযুক্তি: ক্যারিবি ও পিকাবোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
বিজ্ঞান ও প্রযুক্তি: যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত