ছাতিয়াইন-নাসিরনগর সড়ক সংস্কার করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জনগুরুত্বপূর্ণ ছাতিয়াইন-নাসিরনগর ভঙ্গুর সড়কটি সংস্কার করা হচ্ছে না। সড়কটি সংস্কার না হওয়ায় যাতায়াত-যোগাযোগে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভঙ্গুর সড়ক অনেক সময় দুর্ঘটনার কারণও হয়ে দাঁড়ায়। ভুক্তভোগী মানুষ সড়কটি দ্রুত মেরামত ও সংস্কারের দাবি জানিয়েছে।

তিনটি উপজেলার বাসিন্দাদের ঢাকা ও সিলেটের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছাতিয়াইন-নাসিরনগর আঞ্চলিক সড়ক। এ সড়ক ব্যবহার করেই কৃষকরা তাদের উৎপাদিত ফসল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন।

সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না কেন সে প্রশ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আমরা করতে চাই। সড়ক উন্নয়ন বা সংস্কারের কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকাই আসল। তারা উদ্যোগ নিলে মাধবপুরের জনগুরুত্বপূর্ণ এ সড়কটির অবস্থা আজ এমন বেহাল হতো না। আমরা চাই, সংশ্লিষ্টদের ঘুম ভাঙুক, সড়কটি সংস্কার হোক, যাতায়াত-যোগাযোগে মানুষের দুর্ভোগ লাঘব হোক।

জনপ্রতিনিধিরা দাবি করেছেন, জনগুরুত্বপূর্ণ এ সড়কটি মেরামত ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে জোর দাবি জানানো হয়েছে। উপজেলা প্রকৌশলী বলছেন, সড়ক সংস্কারে অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলে সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে।

আমরা আশা করব, দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া হবে। সড়ক সংস্কারে কোন অনিয়ম-দুর্নীতি যেন না হয় সেটা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। অভিযোগ রয়েছে, আগে যখন সড়কটি মেরামত ও সংস্কারের কাজ করা হয়েছিল, তখন নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। এ কারণে তা টেকসই হয়নি।

শুধু মাদবপুরে সড়ক নিয়ে সাধারণ জনগণ যে ভোগান্তিতে আছেন তা নয়, দেশের বহু অঞ্চলের সড়ক মেরামত বা সংস্কারের অভাবে বেহাল। দেশের যে সব গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী, সেসব সড়ক দ্রুত সংস্কার করে চলাচল উপভোগী করলে দেশের মানুষ যেমন উপকৃত হবে, দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে। দেখা গেছে, যে অঞ্চলের যাতায়াত-যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, সে অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থাও তত এগিয়ে। তাই যাতায়াত-যোগাযোগ ব্যবস্থা মসৃণ করা জরুরি।

‘সম্পাদকীয়’ : আরও খবর

» গোবিন্দগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ আমলে নিন

» আত্রাই নদীর বালু লুট বন্ধ করুন

» ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মানুষ হত্যা: কঠোর ব্যবস্থা নিন

» অবৈধ ইটভাটা: প্রশাসনের দুর্বলতা ও পরিবেশের সংকট

» ফসলি জমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নিন

» শেষ না হওয়া সেতু, শেষ না হওয়া ভোগান্তি

» সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে হামলা: আদি ও অকৃত্রিম ফ্যাসিবাদের জঘন্য রূপ

» পাহাড় কেটে কেন পানের বরজ?

» মতপ্রকাশের জন্য গ্রেপ্তার: গণতন্ত্রের জন্য ভালো নয়

» সাহাগোলা রেলওয়ে স্টেশনে জনবল সংকট দূর করুন

» চাঁদপুর সেচ প্রকল্প রক্ষায় ব্যবস্থা নিন

সম্প্রতি