বাড়ছে ডায়রিয়া, সতর্ক থাকতে হবে

বাগেরহাটের শরণখোলায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসা নিতে সরকারি চিকিৎসাসেবা কেন্দ্রে যাচ্ছেন রোগীরা। সেখানে ওষুধের সংকট রয়েছে বলে জানা গেছে। এতে করে চিকিৎসাসেবা নিতে আসা মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গরমের তীব্রতা বাড়া ও সুপেয় পানির সংকটের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। এ নিয়ে গত বৃহস্পতিবার সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

শুধু বাগেরহাটেই নয়, চট্টগ্রাম ও যশোরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। চট্টগ্রামের রোগীদের মধ্যে ‘ভিব্রিও কলেরি’ অর্থাৎ কলেরার জীবাণু পাওয়া গেছে বলে জানা গেছে। চিকিৎসকরা বলছেন, বিশুদ্ধ পানি পান না করলে ডায়রিয়া হতে পারে। দূষিত বা বাসি খাবার থেকেও এই রোগ ছড়াতে পারে। গরমের কারণে মানুষের পানির চাহিদা বেড়েছে। সেই তুলনায় অনেকেই হয়তো বিশুদ্ধ পানি পাচ্ছেন না। এ কারণে তারা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন।

প্রতি বছরই শুকনো মৌসুমে দেশের অনেক অঞ্চলে কমবেশি ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব ঘটতে দেখা যায়। সাধারণত এপ্রিল মাসের শুরু থেকে এই রোগ বাড়তে থাকে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত এর প্রকোপ থাকে। গত বছর ডায়রিয়া উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে ছিল। সেবার ডায়রিয়ায় আক্রান্ত ও মৃত্যুর হার বেশি ছিল।

ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। গুরুতর অসুস্থরা যেন হাসপাতালে চিকিৎসা পায় সেটা নিশ্চিত করতে হবে। হাসপাতালে আইভি স্যালাইনের সংকট দূর করতে হবে অবিলম্বে।

বাড়িতে যারা চিকিৎসা নিচ্ছে তারা যেন নিয়ম মেনে খাবার স্যালাইন খায়, বিশুদ্ধ পানি পান করে সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। আক্রান্ত এলাকার মানুষ যেসব উৎস থেকে পানি পায় তা কতা নিরাপদ সেটা দেখতে হবে। পানি পান ও গৃহস্থালিসহ সব কাজে মানুষ যেন বিশুদ্ধ পানি ব্যবহার করে সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। নলকূপ ভিন্ন অন্যান্য উৎস থেকে পাওয়া পানি ফুটিয়ে অথবা বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে নিরাপদ করে ব্যবহার করা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

‘সম্পাদকীয়’ : আরও খবর

» গোবিন্দগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ আমলে নিন

» আত্রাই নদীর বালু লুট বন্ধ করুন

» ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মানুষ হত্যা: কঠোর ব্যবস্থা নিন

» অবৈধ ইটভাটা: প্রশাসনের দুর্বলতা ও পরিবেশের সংকট

» ফসলি জমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নিন

» শেষ না হওয়া সেতু, শেষ না হওয়া ভোগান্তি

» সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে হামলা: আদি ও অকৃত্রিম ফ্যাসিবাদের জঘন্য রূপ

» পাহাড় কেটে কেন পানের বরজ?

» মতপ্রকাশের জন্য গ্রেপ্তার: গণতন্ত্রের জন্য ভালো নয়

» সাহাগোলা রেলওয়ে স্টেশনে জনবল সংকট দূর করুন

» চাঁদপুর সেচ প্রকল্প রক্ষায় ব্যবস্থা নিন

সম্প্রতি