alt

মতামত » উপ-সম্পাদকীয়

অর্থঋণ মামলা : জামিন ও মুক্তির পথ কী

সিরাজ প্রামাণিক

: রোববার, ২৩ জুলাই ২০২৩

আপনি কোন ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে জমি-জমা, বাড়ি-গাড়ি মর্টগেজ রেখে কিংবা ব্ল্যাংক ব্যাংক চেক জমা রেখে ঋণ নিয়েছেন। ঋণ পরিশোধের অঙ্গীকার অনুযায়ী সময়মত আপনি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। সেক্ষেত্রে ওই ঋণদানকারী প্রতিষ্ঠান কিন্তু আপনার বিরুদ্ধে টাকা আদায়ে ২০০৩ সালের অর্থঋণ আদালত আইনের ৮ ধারার বিধান অনুসারে আরজি দাখিলের মাধ্যমে অর্থঋণ আদালতে মামলা দায়ের করবেন।

উক্ত মামলায় আপনার বিরুদ্ধে জেল ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার আগেই আপনি আদালতে গিয়ে জামিন হতে পারেন। পাশাপাশি ২৩ ধারা মতে, ২২ ধারা অনুসারে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি না হলে আদালত রায় প্রদানের পূর্বে মামলার যে কোন পর্যায়ে আদালতের অনুমতিক্রমে পক্ষরা বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তি করতে পারবে। ১৬(২) ধারা অনুসারে অর্থঋণ আদালতের রায় বা আদেশে ডিক্রিকৃত টাকা (ষাট) দিনের মধ্যে যে কোন একটি সময় সীমা নির্ধারণ করে তার মধ্যে পরিশোধের জন্য বিবাদীকে নির্দেশ প্রদান করবেন।

অর্থঋণ মামলায় যদি আপনার বিরুদ্ধে বিরুদ্ধে রায় হয় সেক্ষেত্রে জেলে যাওয়া কিন্তু অবধারিত নয়। কারণ অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ৩৪(১) ধারায় ডিক্রিদার পক্ষের লিখিত দরখাস্তের পরিপ্রেক্ষিতে দায়িককে দেয়ানি কারাগারে আটক রাখার ক্ষমতা দেয়া হয়েছে আদালতকে।

এক্ষেত্রে অর্থঋণ আদালত আইনের ৪৩(৬) ধারা মতে প্রতিষ্ঠানের পাওনার ২৫% আদালতে জমা দেয়ার মাধ্যমে আত্মসমর্পণ করলে সরাসরি কোর্ট থেকে জামিন পাওয়া সম্ভব। কিন্তু এ জামিনই শেষ কথা নয়। ডিক্রিদারের অবশিষ্ট পাওনা ৯০ দিনের মধ্যে পরিশোধ করার শর্তে আপনাকে জামিন দেয়া হবে। তাহলে দাঁড়াল যে, জামিনের পূর্বশর্ত ডিক্রিদারের (বাদীর) অবশিষ্ট পাওনার ২৫% অর্থ প্রথমেই নগদ পরিশোধ করতে হবে এবং অবশিষ্ট অর্থ পরবর্তী ৯০ দিনের মধ্যে পরিশোধ করে অঙ্গীকারে বন্ড দাখিল করতে হবে। তাহলে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময়ের জন্য আপনি জামিনে মুক্তি পেতে পারেন। ৯০ দিনের সময় পরবর্তীতে আর বাড়ানোর কোন সুযোগ নেই। কারণ, এই ৯০ দিনের ব্যর্থতার ফলাফল অর্থঋণ আদালত আইন ৩৪(৭) ধারার নির্ধারিত রয়েছে। আর জামিনের এই সময়ের মধ্যে ডিক্রিদারের সমুদয় পাওনা পরিশোধ করে দিলে দায়িক একেবারেই পরিপূর্ণ মুক্ত হবেন।

এখন জানার বিষয় হচ্ছে, ২৫% টাকা জমা দেয়ার মাধ্যমে জামিন নেয়ার পর অবশিষ্ট টাকা ৯০ দিনের মধ্যে পরিশোধ না করলে তার ফলাফল কি? ধারা ৩৪(৭) মতে জামিনের ওই ৯০ দিনের মধ্যে ডিক্রির পাওনা পুরোপুরি পরিশোধ না করলে ওই দায়িককে আবার ৬ মাসের গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং ৬ মাস পর্যন্ত দেয়ানি কারাগারে আটক রাখা যাবে। এক্ষেত্রে তার আগের জেল খাটার মেয়াদ কিন্তু মোটেও বাদ যাবে না। ৬ মাস মেয়াদ গণনা শুরু হবে নতুনভাবে। তবে, ৩৪(৬), ধারানুযায়ী দায়িকপক্ষ অবশিষ্ট পাওনার ২৫% অর্থ নগদ জমা দিয়ে নতুনভাবে আবার জামিনের সুযোগ চাইতে পারেন এবং আদালত জামিনে মুক্তির আদেশ দিতে পারে। ৪৪ ধারার বিধান অনুসারে অর্থঋণ আদালত সঠিক, পরিপূর্ণ ন্যায় বিচারের প্রয়োজনে এবং বিচার কার্যক্রমের অপব্যবহার প্রতিরোধের জন্য সঙ্গত মনে করলে যে কোন অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করতে পারবেন।

কিন্তু এরূপ আদেশের বিরুদ্ধে আপিল বা রিভিশন দায়ের করা যাবে না। কিন্তু হাইকোর্টে রিট মামলা দায়ের করা যাবে (৬২ ডিএলআর ৫৩৩)।। ৪৫ ধারায় বলা হয়েছে, অর্থঋণ আদালত আইনের কোন কিছুই বিচার কার্যক্রমের পরবর্তী যে কোন পর্যায়ে মামলায় আপস-নিষ্পত্তি করা হতে পক্ষদেরকে বারিত করবে না। আসলে মামলার বিভিন্ন পর্যায়ে এই আইনে আপস-মীমাংসার কথা বলা হয়েছে। এই আইনে এই সব পর্যায় ছাড়াও অন্যান্য পর্যায়েও আপস-মীমাংসা করতে পক্ষদেরকে বারিত করবে না।

[লেখক : আইনজীবী, সুপ্রিম কোর্ট]

ফুল ও মৌমাছির গণিতে কৃষির প্রতিচ্ছবি

দুর্নীতির ঐকিক নিয়ম

‘বিয়ার রাতেই বিড়াল মারো...’

তেল-উত্তর আরব: অর্থনৈতিক বৈচিত্র্য ও রাজনৈতিক রূপান্তর

ভোটের মনস্তত্ত্ব: বাংলাদেশে রাজনৈতিক সামাজিকীকরণ ও ভোটার মানস

প্রতিবেশী যদি বাড়িতে যাওয়ার রাস্তা না দেন

চাপে অর্থনীতি, সন্ধিক্ষণে রাষ্ট্র

মনোনয়নপত্র বাতিলের পরে বৈধতা পাওয়া

চিকিৎসাসেবায় ভেন্টিলেটর ও লাইফ সাপোর্ট

রেশম: এক ঐতিহ্য, এক সম্ভাবনার অবসান

প্রযুক্তিযুদ্ধ ও বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ

যেভাবে বদলেছে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা

ছবি

খোলা হাওয়া, তেজি বৃষ্টি এবং ঝকঝকে রোদ

কৃষি অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা

তেলের বিনিময়ে সার্বভৌমত্ব

নির্বাচনী ইশতেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই

মহাকাশে বিস্ময়কর মহাকাশ

টেংরাটিলা ট্র্যাজেডি : ক্ষতিপূরণহীন এক বিপর্যয়

ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ -এর নমুনা

শীতের নীরব আঘাত

ভোটে ইসলামী জোট

আইনের শাসন কি উপেক্ষিতই থাকবে?

মাঠের মাইক নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেই নির্ধারিত হচ্ছে নেতৃত্ব

ভূমিকম্প ঝুঁকি, নিরাপত্তা ও আমাদের করণীয়

“ফিজ-না-ফিজ...”

বনসাই জীবনের অদৃশ্য শোকগাথা

এলপিজি সংকট

ছবি

তবে কি আমরা প্রতারিত হলাম

প্রযুক্তির অগ্রগতি ও ভবিষ্যৎ পৃথিবী

ছবি

চারণসাংবাদিক মোনাজাতউদ্দিন ডিজিটাল যুগেও প্রাসঙ্গিক

নতুন বছরে অর্থনীতি ও বিনিয়োগের চ্যালেঞ্জ ও প্রত্যাশা

শীতের নতুন বিষদাঁত: জলবায়ু পরিবর্তন ও আমাদের বৈষম্যের খেরোখাতা

সড়ক হোক নিরাপদ

স্কুল ব্যাংকিং: প্রত্যাশা ও বাস্তবতা

নির্বাচন কি মবোক্রেসি বন্ধ করবে?

ডিজিটাল ভূমি রেকর্ড: স্বচ্ছতা না নতুন ঝুঁকি?

tab

মতামত » উপ-সম্পাদকীয়

অর্থঋণ মামলা : জামিন ও মুক্তির পথ কী

সিরাজ প্রামাণিক

রোববার, ২৩ জুলাই ২০২৩

আপনি কোন ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে জমি-জমা, বাড়ি-গাড়ি মর্টগেজ রেখে কিংবা ব্ল্যাংক ব্যাংক চেক জমা রেখে ঋণ নিয়েছেন। ঋণ পরিশোধের অঙ্গীকার অনুযায়ী সময়মত আপনি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। সেক্ষেত্রে ওই ঋণদানকারী প্রতিষ্ঠান কিন্তু আপনার বিরুদ্ধে টাকা আদায়ে ২০০৩ সালের অর্থঋণ আদালত আইনের ৮ ধারার বিধান অনুসারে আরজি দাখিলের মাধ্যমে অর্থঋণ আদালতে মামলা দায়ের করবেন।

উক্ত মামলায় আপনার বিরুদ্ধে জেল ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার আগেই আপনি আদালতে গিয়ে জামিন হতে পারেন। পাশাপাশি ২৩ ধারা মতে, ২২ ধারা অনুসারে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি না হলে আদালত রায় প্রদানের পূর্বে মামলার যে কোন পর্যায়ে আদালতের অনুমতিক্রমে পক্ষরা বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তি করতে পারবে। ১৬(২) ধারা অনুসারে অর্থঋণ আদালতের রায় বা আদেশে ডিক্রিকৃত টাকা (ষাট) দিনের মধ্যে যে কোন একটি সময় সীমা নির্ধারণ করে তার মধ্যে পরিশোধের জন্য বিবাদীকে নির্দেশ প্রদান করবেন।

অর্থঋণ মামলায় যদি আপনার বিরুদ্ধে বিরুদ্ধে রায় হয় সেক্ষেত্রে জেলে যাওয়া কিন্তু অবধারিত নয়। কারণ অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ৩৪(১) ধারায় ডিক্রিদার পক্ষের লিখিত দরখাস্তের পরিপ্রেক্ষিতে দায়িককে দেয়ানি কারাগারে আটক রাখার ক্ষমতা দেয়া হয়েছে আদালতকে।

এক্ষেত্রে অর্থঋণ আদালত আইনের ৪৩(৬) ধারা মতে প্রতিষ্ঠানের পাওনার ২৫% আদালতে জমা দেয়ার মাধ্যমে আত্মসমর্পণ করলে সরাসরি কোর্ট থেকে জামিন পাওয়া সম্ভব। কিন্তু এ জামিনই শেষ কথা নয়। ডিক্রিদারের অবশিষ্ট পাওনা ৯০ দিনের মধ্যে পরিশোধ করার শর্তে আপনাকে জামিন দেয়া হবে। তাহলে দাঁড়াল যে, জামিনের পূর্বশর্ত ডিক্রিদারের (বাদীর) অবশিষ্ট পাওনার ২৫% অর্থ প্রথমেই নগদ পরিশোধ করতে হবে এবং অবশিষ্ট অর্থ পরবর্তী ৯০ দিনের মধ্যে পরিশোধ করে অঙ্গীকারে বন্ড দাখিল করতে হবে। তাহলে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময়ের জন্য আপনি জামিনে মুক্তি পেতে পারেন। ৯০ দিনের সময় পরবর্তীতে আর বাড়ানোর কোন সুযোগ নেই। কারণ, এই ৯০ দিনের ব্যর্থতার ফলাফল অর্থঋণ আদালত আইন ৩৪(৭) ধারার নির্ধারিত রয়েছে। আর জামিনের এই সময়ের মধ্যে ডিক্রিদারের সমুদয় পাওনা পরিশোধ করে দিলে দায়িক একেবারেই পরিপূর্ণ মুক্ত হবেন।

এখন জানার বিষয় হচ্ছে, ২৫% টাকা জমা দেয়ার মাধ্যমে জামিন নেয়ার পর অবশিষ্ট টাকা ৯০ দিনের মধ্যে পরিশোধ না করলে তার ফলাফল কি? ধারা ৩৪(৭) মতে জামিনের ওই ৯০ দিনের মধ্যে ডিক্রির পাওনা পুরোপুরি পরিশোধ না করলে ওই দায়িককে আবার ৬ মাসের গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং ৬ মাস পর্যন্ত দেয়ানি কারাগারে আটক রাখা যাবে। এক্ষেত্রে তার আগের জেল খাটার মেয়াদ কিন্তু মোটেও বাদ যাবে না। ৬ মাস মেয়াদ গণনা শুরু হবে নতুনভাবে। তবে, ৩৪(৬), ধারানুযায়ী দায়িকপক্ষ অবশিষ্ট পাওনার ২৫% অর্থ নগদ জমা দিয়ে নতুনভাবে আবার জামিনের সুযোগ চাইতে পারেন এবং আদালত জামিনে মুক্তির আদেশ দিতে পারে। ৪৪ ধারার বিধান অনুসারে অর্থঋণ আদালত সঠিক, পরিপূর্ণ ন্যায় বিচারের প্রয়োজনে এবং বিচার কার্যক্রমের অপব্যবহার প্রতিরোধের জন্য সঙ্গত মনে করলে যে কোন অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করতে পারবেন।

কিন্তু এরূপ আদেশের বিরুদ্ধে আপিল বা রিভিশন দায়ের করা যাবে না। কিন্তু হাইকোর্টে রিট মামলা দায়ের করা যাবে (৬২ ডিএলআর ৫৩৩)।। ৪৫ ধারায় বলা হয়েছে, অর্থঋণ আদালত আইনের কোন কিছুই বিচার কার্যক্রমের পরবর্তী যে কোন পর্যায়ে মামলায় আপস-নিষ্পত্তি করা হতে পক্ষদেরকে বারিত করবে না। আসলে মামলার বিভিন্ন পর্যায়ে এই আইনে আপস-মীমাংসার কথা বলা হয়েছে। এই আইনে এই সব পর্যায় ছাড়াও অন্যান্য পর্যায়েও আপস-মীমাংসা করতে পক্ষদেরকে বারিত করবে না।

[লেখক : আইনজীবী, সুপ্রিম কোর্ট]

back to top