alt

উপ-সম্পাদকীয়

আউশ ধান : পরিবেশ ও কৃষকবান্ধব ফসল

আবদুর রহমান

: মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪

আউশ ধানের চাষ বাংলাদেশের প্রাচীনতম চাষের অন্যতম। আউশ শব্দের অর্থ আগাম। বাংলা ‘আশু’ শব্দ থেকে আউশ শব্দের উৎপত্তি। দ্রুত (আশু) ফসল উৎপন্ন হওয়ার কারণে এ ধানের নামকরণ করা হয়েছে আউশ।

খনার বচনে আছে ‘আউশ ধানের চাষ, লাগে তিন মাস, কোল পাতলা ডাগর গুছি, লক্ষ্মী বলে হেথায় আছি’ অর্থাৎ আউশ ধান চাষে তিন মাস লাগে। ফাঁক ফাঁক করে লাগালে গোছা মোটা হয় এবং ফলনও বেশি হয়। কথায় আছে- ‘জ্যৈষ্ঠে খরা ধানে ভরা’। অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে একটু বৃষ্টি পেলেই আউশের জমি সবুজ ধানে ভরে যায়। রোপা আমন ও বোরো ধানের মতো আউশের যতœ নিলে ভালো ফলন পাওয়া যায়। আউশ ধান বেশ পরিবেশবান্ধব এবং কৃষকবান্ধবও বটে! তাই আউশ ধানের আবাদ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন।

এক সময় বাংলাদেশে ব্যাপক এলাকায় আউশ ধানের আবাদ হতো। আশির দশক থেকে বোরো ধানের চাষ বাড়ার কারণে আউশের আবাদ ক্রমশ কমে গেছে। এমনকি আউশ ধানের অনেক জাত ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। ষাট দশকে উৎপাদনের দিক থেকে রোপা আমন ছিল প্রধান মৌসুম, আউশ ছিল দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ছিল বোরো, বোনা আমন ছিল চতুর্থ অবস্থানে। বর্তমানে বোরো প্রথম, রোপা আমন দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছে আউশ। আর বোনা আমন তার আদি অবস্থান ধরে রেখেছে। জনশ্রুতি ছিল যে আউশের ভাত অধিক পুষ্টিকর ও পেটে অনেকক্ষণ থাকে অর্থাৎ হজম হতে সময় লাগে।

আমাদের দেশে রবি মৌসুমে বোরো ধান চাষে সেচকাজে পানির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়; যা মেটাতে ভূ-গর্ভস্থ পানি অধিক উত্তোলন করা হয়। ফলে ভূ-গর্ভস্থ পানির ওপর ব্যাপক চাপ পড়ে ও ভৌগোলিক পরিবেশ বিঘিœত হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) গবেষণায় দেখা যায়, প্রতি কেজি চাল উৎপাদনে ২০০০-২৫০০ লিটার পানির প্রয়োজন; যা অত্যন্ত ব্যয়বহুল। তাই ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ কমাতে ও ভৌগোলিক পরিবেশ অক্ষুণœ রাখার স্বার্থে বোরো আবাদে আবাদি এলাকা যথাসম্ভব কমিয়ে পানি সাশ্রয়ী আউশ ধানের আবাদ বৃদ্ধি করা একান্ত আবশ্যক।

আউশ ধান চাষের অনেক সুবিধা রয়েছে। আউশ ধানে সালোক সংশ্লেষণ বেশি হয়, জীবনকাল কম এবং পানি সাশ্রয়ী। এ ধানের আবাদ বৃষ্টিনির্ভর। তাই আউশ ধান চাষে বৃষ্টি ছাড়া অতিরিক্ত পানির তেমন দরকার হয় না। এজন্য এ ধান উৎপাদনে সেচ খরচ সাশ্রয় হয়। আউশ ধান চাষের সময় মৌসুমের শুরুসহ পুরো সময় ধরে প্রায়ই বৃষ্টিপাত হয়। বিধায় ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের প্রয়োজনও নগণ্য অর্থাৎ জ্বালানি খরচ নেই বললেই চলে।

তদুপরি আউশ ধানের জাতগুলো স্বল্প জীবনকাল বিশিষ্ট হওয়ায় বায়ুম-লে বৈশ্বিক উষ্ণায়নে দায়ী (গ্রিন হাউস অ্যাফেক্ট) মিথেন গ্যাস অপেক্ষাকৃত কম পরিমাণে উদগিরণ করে থাকে।

অন্যদিকে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের প্রয়োজনীয়তা না থাকায় আউশ ধানের চাষ পরিবেশবান্ধব।

কৃষি উপকরণ তথা সার, সেচ ও বালাইনাশকের প্রয়োজনীয়তা বোরোর চেয়ে কম।

শ্রমিক খরচ কম।

আউশ ধান আবাদে চাষ খরচও কম।

আউশ মৌসুমে সুস্থ-সবল চারা উৎপন্ন করা অপেক্ষাকৃত সহজ।

উক্ত মৌসুমে ধান উৎপাদনের জন্য মোটামুটি উপযুক্ত তাপমাত্রা বিরাজমান থাকায় সর্বোচ্চ ১০০ থেকে ১১০ দিনের মধ্যে এ ধান কেটে ঘরে তোলা যায়।

এ মৌসুমে উৎপাদিত ধানের ভালো দাম পাওয়া যায় এবং প্রাপ্ত খড়ে গোখাদ্যের অভাব দূর হওয়ার বিরাট সুযোগ রয়েছে।

এ ধানের চালের গুণগতমান ভালো এবং চাহিদা রয়েছে।

বোনা ও রোপা উভয় পদ্ধতিতে আউশ ধানের চাষ করা যায়। আগে আউশ আবাদ স্থানীয় জাত নির্ভর ছিল। স্থানীয় জাতের গড় ফলন ছিল হেক্টরপ্রতি ২.০০ টন থেকে ২.৩৫ টন পর্যন্ত। ব্যতিক্রম ছিল কেবল কটকতারা, যার হেক্টরপ্রতি ফলন ছিল ৩.৩৫ টন। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল জাতের আউশ ধানের মধ্যে বোনা হিসেবে বিআর-২০, বি.আর-২১, বি.আর-২৪, ব্রিধান-২৭, ব্রিধান-৪২, বিধ্রান-৪৩, ব্রিধান-৬৫ ও ব্রিধান -৮৩ এবং রোপা হিসেবে বিআর-২৬, ব্রিধান-২৭, ব্রিধান-৪৮, ব্রিধান-৫৫, ব্রিধান-৮২, ব্রিধান-৮৫, ব্রিধান-৯৮, ব্রিধান-১০৬, বিনা ধান-১৯ ও বিনা ধান-২১ এসব জাতগুলোর ফলন কটকতারার চেয়ে অনেক বেশি।

আবাদি জমির সীমাবদ্ধতা থাকার পরিপ্রেক্ষিতে বর্তমানে বোরো চাষের আওতায় অপেক্ষাকৃত কিছু উঁচু জমি রবি ফসল বিশেষ করে ডাল, তেল বীজ ও মসলা উৎপাদনের জন্য ছেড়ে দিলে সে জমিই আবার রোপা আউশের আওতায় আনার মাধ্যমে ধানের মোট উৎপাদন অক্ষুণœ রেখেও খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং কৃষকের আয় বৃদ্ধি করা সম্ভব। ডাল, তেলবীজ ও মসলা উৎপাদনে সাধারণত পানি কম লাগে। এতে কৃষি আরও পরিবেশবান্ধব ও সাশ্রয়ী হয়ে উঠবে। ফলে শস্য নিবিড়তা ও বহুমুখীকরণ নিশ্চিত করা সম্ভব হবে।

ধান আমাদের দেশে খাদ্য নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। কাজেই সবার সহযোগিতা ও প্রচেষ্টার ফলে পরিবেশবান্ধব আউশ ধানের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও টেকসই ও সুনিশ্চিত হবে বলে আশা করা যায়।

[লেখক : উপসহকারী কৃষি কর্মকর্তা (পিআরএল), উপজেলা কৃষি অফিস, রূপসা, খুলনা]

কোথায় হারাল একান্নবর্তী পরিবার?

এই শান্তি কি মহাঝড়ের পূর্বলক্ষণ?

মেগাসিটি : দারিদ্র্য যখন ‘অবাঞ্ছিত বর্জ্য’

ফলের রাজ্য পার্বত্য চট্টগ্রাম

ছবি

তৃতীয় শক্তির জন্য জায়গা খালি : বামপন্থীরা কি ঘুরে দাঁড়াতে পারে না

জমি আপনার, দখল অন্যের?

সিধু-কানু : ধ্বংসস্তূপের নিচেও জেগে আছে সাহস

ছবি

বাংলার অনন্য লোকসংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান

তিন দিক থেকে স্বাস্থ্যঝুঁকি : করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া

দেশের অর্থ পাচারের বাস্তবতা

খাদ্য নিরাপত্তার নতুন দিগন্ত

আবারও কি রোহিঙ্গাদের ত্যাগ করবে বিশ্ব?

প্লান্ট ক্লিনিক বদলে দিচ্ছে কৃষির ভবিষ্যৎ

ঢাকাকে বাসযোগ্য নগরী করতে করণীয়

রম্যগদ্য : ‘ডন ডনা ডন ডন...’

ইরান-ইসরায়েল দ্বন্দ্ব : কে সন্ত্রাসী, কে শিকার?

সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে শারীরিক শিক্ষার গুরুত্ব

প্রতিরোধই উত্তম : মাদকমুক্ত প্রজন্ম গড়ার ডাক

ছবি

বিকাশের পথকে পরিত্যাগ করা যাবে না

বর্ষা ও বৃক্ষরোপণ : সবুজ বিপ্লবের আহ্বান

প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধে শিক্ষকের করণীয়

পারমাণবিক ন্যায়বিচার ও বৈশ্বিক ভণ্ডামির প্রতিচ্ছবি

পরিবেশের নীরব রক্ষক : শকুন সংরক্ষণে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

মশার উপদ্রব : জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার চরম ব্যর্থতা

ভুল স্বীকারে গ্লানি নেই

ভাঙনের বুকে টিকে থাকা স্বপ্ন

একটি সফর, একাধিক সংকেত : কে পেল কোন বার্তা?

দেশের কারা ব্যবস্থার বাস্তবতা

ইসলামী ব্যাংক একীভূতকরণ : আস্থা ফেরাতে সংস্কার, না দায়মুক্তির প্রহসন?

রম্যগদ্য : চাঁদাবাজি চলছে, চলবে

বায়ুদূষণ : নীরব ঘাতক

ইসরায়েলের কৌশলগত ঔদ্ধত্য

পরিবার : সুনাগরিক ও সুশাসক তৈরির ভিত্তিমূল

শিল্পে গ্যাস সংকট : দ্রুত সমাধানের উদ্যোগ নিন

আমাদের লড়াইটা আমাদের লড়তে দিন

tab

উপ-সম্পাদকীয়

আউশ ধান : পরিবেশ ও কৃষকবান্ধব ফসল

আবদুর রহমান

মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪

আউশ ধানের চাষ বাংলাদেশের প্রাচীনতম চাষের অন্যতম। আউশ শব্দের অর্থ আগাম। বাংলা ‘আশু’ শব্দ থেকে আউশ শব্দের উৎপত্তি। দ্রুত (আশু) ফসল উৎপন্ন হওয়ার কারণে এ ধানের নামকরণ করা হয়েছে আউশ।

খনার বচনে আছে ‘আউশ ধানের চাষ, লাগে তিন মাস, কোল পাতলা ডাগর গুছি, লক্ষ্মী বলে হেথায় আছি’ অর্থাৎ আউশ ধান চাষে তিন মাস লাগে। ফাঁক ফাঁক করে লাগালে গোছা মোটা হয় এবং ফলনও বেশি হয়। কথায় আছে- ‘জ্যৈষ্ঠে খরা ধানে ভরা’। অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে একটু বৃষ্টি পেলেই আউশের জমি সবুজ ধানে ভরে যায়। রোপা আমন ও বোরো ধানের মতো আউশের যতœ নিলে ভালো ফলন পাওয়া যায়। আউশ ধান বেশ পরিবেশবান্ধব এবং কৃষকবান্ধবও বটে! তাই আউশ ধানের আবাদ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন।

এক সময় বাংলাদেশে ব্যাপক এলাকায় আউশ ধানের আবাদ হতো। আশির দশক থেকে বোরো ধানের চাষ বাড়ার কারণে আউশের আবাদ ক্রমশ কমে গেছে। এমনকি আউশ ধানের অনেক জাত ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। ষাট দশকে উৎপাদনের দিক থেকে রোপা আমন ছিল প্রধান মৌসুম, আউশ ছিল দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ছিল বোরো, বোনা আমন ছিল চতুর্থ অবস্থানে। বর্তমানে বোরো প্রথম, রোপা আমন দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছে আউশ। আর বোনা আমন তার আদি অবস্থান ধরে রেখেছে। জনশ্রুতি ছিল যে আউশের ভাত অধিক পুষ্টিকর ও পেটে অনেকক্ষণ থাকে অর্থাৎ হজম হতে সময় লাগে।

আমাদের দেশে রবি মৌসুমে বোরো ধান চাষে সেচকাজে পানির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়; যা মেটাতে ভূ-গর্ভস্থ পানি অধিক উত্তোলন করা হয়। ফলে ভূ-গর্ভস্থ পানির ওপর ব্যাপক চাপ পড়ে ও ভৌগোলিক পরিবেশ বিঘিœত হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) গবেষণায় দেখা যায়, প্রতি কেজি চাল উৎপাদনে ২০০০-২৫০০ লিটার পানির প্রয়োজন; যা অত্যন্ত ব্যয়বহুল। তাই ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ কমাতে ও ভৌগোলিক পরিবেশ অক্ষুণœ রাখার স্বার্থে বোরো আবাদে আবাদি এলাকা যথাসম্ভব কমিয়ে পানি সাশ্রয়ী আউশ ধানের আবাদ বৃদ্ধি করা একান্ত আবশ্যক।

আউশ ধান চাষের অনেক সুবিধা রয়েছে। আউশ ধানে সালোক সংশ্লেষণ বেশি হয়, জীবনকাল কম এবং পানি সাশ্রয়ী। এ ধানের আবাদ বৃষ্টিনির্ভর। তাই আউশ ধান চাষে বৃষ্টি ছাড়া অতিরিক্ত পানির তেমন দরকার হয় না। এজন্য এ ধান উৎপাদনে সেচ খরচ সাশ্রয় হয়। আউশ ধান চাষের সময় মৌসুমের শুরুসহ পুরো সময় ধরে প্রায়ই বৃষ্টিপাত হয়। বিধায় ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের প্রয়োজনও নগণ্য অর্থাৎ জ্বালানি খরচ নেই বললেই চলে।

তদুপরি আউশ ধানের জাতগুলো স্বল্প জীবনকাল বিশিষ্ট হওয়ায় বায়ুম-লে বৈশ্বিক উষ্ণায়নে দায়ী (গ্রিন হাউস অ্যাফেক্ট) মিথেন গ্যাস অপেক্ষাকৃত কম পরিমাণে উদগিরণ করে থাকে।

অন্যদিকে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের প্রয়োজনীয়তা না থাকায় আউশ ধানের চাষ পরিবেশবান্ধব।

কৃষি উপকরণ তথা সার, সেচ ও বালাইনাশকের প্রয়োজনীয়তা বোরোর চেয়ে কম।

শ্রমিক খরচ কম।

আউশ ধান আবাদে চাষ খরচও কম।

আউশ মৌসুমে সুস্থ-সবল চারা উৎপন্ন করা অপেক্ষাকৃত সহজ।

উক্ত মৌসুমে ধান উৎপাদনের জন্য মোটামুটি উপযুক্ত তাপমাত্রা বিরাজমান থাকায় সর্বোচ্চ ১০০ থেকে ১১০ দিনের মধ্যে এ ধান কেটে ঘরে তোলা যায়।

এ মৌসুমে উৎপাদিত ধানের ভালো দাম পাওয়া যায় এবং প্রাপ্ত খড়ে গোখাদ্যের অভাব দূর হওয়ার বিরাট সুযোগ রয়েছে।

এ ধানের চালের গুণগতমান ভালো এবং চাহিদা রয়েছে।

বোনা ও রোপা উভয় পদ্ধতিতে আউশ ধানের চাষ করা যায়। আগে আউশ আবাদ স্থানীয় জাত নির্ভর ছিল। স্থানীয় জাতের গড় ফলন ছিল হেক্টরপ্রতি ২.০০ টন থেকে ২.৩৫ টন পর্যন্ত। ব্যতিক্রম ছিল কেবল কটকতারা, যার হেক্টরপ্রতি ফলন ছিল ৩.৩৫ টন। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল জাতের আউশ ধানের মধ্যে বোনা হিসেবে বিআর-২০, বি.আর-২১, বি.আর-২৪, ব্রিধান-২৭, ব্রিধান-৪২, বিধ্রান-৪৩, ব্রিধান-৬৫ ও ব্রিধান -৮৩ এবং রোপা হিসেবে বিআর-২৬, ব্রিধান-২৭, ব্রিধান-৪৮, ব্রিধান-৫৫, ব্রিধান-৮২, ব্রিধান-৮৫, ব্রিধান-৯৮, ব্রিধান-১০৬, বিনা ধান-১৯ ও বিনা ধান-২১ এসব জাতগুলোর ফলন কটকতারার চেয়ে অনেক বেশি।

আবাদি জমির সীমাবদ্ধতা থাকার পরিপ্রেক্ষিতে বর্তমানে বোরো চাষের আওতায় অপেক্ষাকৃত কিছু উঁচু জমি রবি ফসল বিশেষ করে ডাল, তেল বীজ ও মসলা উৎপাদনের জন্য ছেড়ে দিলে সে জমিই আবার রোপা আউশের আওতায় আনার মাধ্যমে ধানের মোট উৎপাদন অক্ষুণœ রেখেও খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং কৃষকের আয় বৃদ্ধি করা সম্ভব। ডাল, তেলবীজ ও মসলা উৎপাদনে সাধারণত পানি কম লাগে। এতে কৃষি আরও পরিবেশবান্ধব ও সাশ্রয়ী হয়ে উঠবে। ফলে শস্য নিবিড়তা ও বহুমুখীকরণ নিশ্চিত করা সম্ভব হবে।

ধান আমাদের দেশে খাদ্য নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। কাজেই সবার সহযোগিতা ও প্রচেষ্টার ফলে পরিবেশবান্ধব আউশ ধানের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও টেকসই ও সুনিশ্চিত হবে বলে আশা করা যায়।

[লেখক : উপসহকারী কৃষি কর্মকর্তা (পিআরএল), উপজেলা কৃষি অফিস, রূপসা, খুলনা]

back to top