alt

মতামত » উপ-সম্পাদকীয়

বাইডেন কি দলে বোঝা হয়ে যাচ্ছেন?

শিতাংশু গুহ

: বুধবার, ১০ জুলাই ২০২৪
image

ওয়াশিন্টন পোস্ট গত রোববার সন্ধ্যায় জানিয়েছে যে, চারজন ডেমক্রেট কংগ্রেসম্যান নীরবে প্রেসিডেন্ট জো বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা হচ্ছেনÑ নিউইয়র্কের জেরি নাডলার ও জোসেফ মোরেলি; ক্যালিফোর্নিয়ার মার্ক তাকানো এবং ওয়াশিংটনের এডাম স্মিথ। এর আগে টেক্সাসের লয়েড ডগেট, আরিজোনার রাউল গ্রিজালভা ও মিনেসোটার কংগ্রেসওমেন এনজি ক্রেগ প্রকাশ্যেই বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। এবিসি নিউজকে বাইডেন বলেছেন, কেবল ঈশ্বরের নির্দেশেই আমি সরে যেতে পারি। বাইডেন কি তার নিজ দল ডেমক্রেট পার্টিতে বোঝা হয়ে যাচ্ছেন?

ডেমক্রেটদের মধ্যে আতঙ্ক কমেনি। দ্য গার্ডিয়ান পত্রিকা গত শনিবার বলেছে, ডেমক্রেটরা বৈঠকে বসছেন। এখন পর্যন্ত অর্ধডজন কংগ্রেসম্যান বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ওয়াসিংটন পোস্ট বলছে যে, ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার সতীর্থ সিনেটরদের সঙ্গে কথা বলছেন এবং তারা একত্রে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানাতে পারেন। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নির্বাচনী রেসে আছেন, শেষ পর্যন্ত থাকছেন। সতীর্থ ডেমক্রেটদের তিনি আরও বলছেন যে, তিনি জানেন তাকে ভালো করতে হবে এবং প্রমাণ করতে হবে যে ‘তিনি ফিট’।

বাইডেনের সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে কাজ করেন তারা গোপনে বলছেন, প্রেসিডেন্টের বয়সজনিত সমস্যাগুলো দ্রুত বাড়ছে। বাইডেনের ব্যক্তিগত ডাক্তার পার্কিনসন্স রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন। টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন তার বয়সজনিত সমস্যা উড়িয়ে দিয়ে বলেন যে, তিনি জানেন কীভাবে সমস্যার মোকাবিলা করতে হয়। ওয়েস্ট ভার্জিনিয়ার অন্য সিনেটর জো মানচিন বিদ্রোহ করতে চেয়েছিলেন, বাইডেন শিবির তাকে নিবৃত করেছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রকাশ্যে বাইডেনকে সমর্থন দিলেও এখন নিভৃতে ডেমক্রেটদের বলছেন, বাইডেনের অবস্থা এমনিতেই কাহিল, বিতর্কের পর তা শোচনীয় হয়ে পড়েছে।

দ্য ইন্ডিপেনডেন্স বলেছে, বাইডেন যদি শেষপর্যন্ত সরেই দাঁড়ান, তবে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস-ই হবেন ডেমক্রেট প্রার্থী। বাইডেন শিবিরের মুখপাত্র সেথ শুস্টার ইন্ডিপেনডেন্সকে জানিয়েছেন যে, ‘নিশ্চিত থাকুন প্রেসিডেন্ট সরে দাঁড়াচ্ছেন না’। বাইডেন তার নির্বাচনী স্টাফদের বলেছেন, ‘আমি শেষপর্যন্ত লড়ব এবং আমরা জিতব।’

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্ক টাইমস-সিয়েনা এবং ওয়ালস্ট্রিট জার্নাল রেজিস্টার্ড ভোটারদের মধ্যে দুটি জরিপ চালিয়ে বলেছে যে, বাইডেন আরও পিছিয়ে পড়ছেন। টাইমস-সিয়েনা বলেছে ট্রাম্প-বাইডেন ৪৯-৪১%, ওয়ালস্ট্রিট বলেছে ৪৮-৪১%। ১৫-১৮ জুলাই মিলওয়াকিতে রিপাবলিকান সম্মেলনের পর ব্যবধান আরও বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

সুপ্রিমকোর্ট সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছুটা দায়মুক্তি দিলেও তিনি পুরোপুরি মুক্ত নন। বিচার বিভাগ বলেছে, তারা ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা চালিয়ে যাবে, এমনকি তিনি নির্বাচনে জয়ী হলেও তা চলবে। এদিকে নিউইয়র্ক আদালতে ট্রাম্পের সাজা ঘোষণা পিছিয়ে গিয়েছে, নতুন দিন ধার্য হয়েছে ১৮ সেপ্টেম্বর। আগামী সপ্তাহে ট্রাম্প রিপাবলিকান দলের আনুষ্ঠানিক প্রার্থী হচ্ছেন, আগস্ট মাসের ১৯ তারিখ শিকাগোতে ডেমক্রেট দলের সম্মেলন, ধারণা করা যায়, ওই পর্যন্ত বাইডেনকে নিয়ে দলে জল্পনা-কল্পনা চলতে থাকবে।

[লেখক : যুক্তরাষ্ট্র প্রবাসী]

মব সংস্কৃতি, ন্যায়বিচারের সংকট ও সমাজের আত্মক্ষয়

শীতকালীন জীবন: সংগ্রাম, সংস্কৃতি ও সহমর্মিতা

অ্যালগরিদমের রাজনীতি

চারদিকে আতঙ্ক আর শঙ্কা

অধ্যবসায়ের বিকল্প নেই

দিপু দাস হত্যাকাণ্ড ও মব সন্ত্রাস

ভোগের দৃশ্যপট: ঢাকায় আধুনিকতা কেন কেবল অল্প কিছু মানুষের জন্য?

স্বর্ণের মোহ ও মানবিক দ্বন্দ্ব

ভালোবাসার দেহধারণ: বড়দিনের তাৎপর্য

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

বিনা-ভাড়ার ট্রেনযাত্রা

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশলে এশিয়া

ছবি

নামে ইসলামী, কাজে আবু জাহেল!

জলবায়ু পরিবর্তন: স্বাস্থ্যঝুঁকি

ছবি

অস্থির পেঁয়াজের বাজার: আমদানি কি সত্যিই সমাধান?

মূল্যবৃদ্ধির ঘেরাটোপ: সংকটাক্রান্ত পরিবার ও সামাজিক রূপান্তর

বায়দূষণে অকালমৃত্যু

লাশের বদলে লাশই যদি চুড়ান্ত হয়, তবে রাষ্ট্রের দরকার কী?

ভিক্ষাবৃত্তি যেখানে অন্যতম পেশা

বুদ্ধিজীবী হত্যা ও এর স্বরূপ সন্ধানে

আদিবাসীদের ভূমি অধিকার ও নিরাপত্তা সংকট

“মুনীর চৌধুরীর কবর...”

বুদ্ধিজীবী হত্যা ও এর স্বরূপ সন্ধানে

জলবায়ু সংকট ও খাদ্য নিরাপত্তা

স্বাধীন তদন্ত কমিশন দাবির নেপথ্যে কি দায়মুক্তি?

বুদ্ধিজীবী হত্যা ও এর স্বরূপ সন্ধানে

প্রহর গুনি কোন আশাতে!

বিজয়ের রক্তাক্ত সূর্য ও আমাদের ঋণের হিসাব

বিজয় দিবস: নতুন প্রজন্মের রাষ্ট্রচিন্তার দিকদর্শন

ছবি

আমাদের বিজয়ের অন্তর্নিহিত বার্তা

প্রাণিসম্পদ: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি

জমির জরিপ: ন্যায়বিচার প্রসঙ্গ

বুদ্ধিজীবী হত্যা ও এর স্বরূপ সন্ধানে

উন্নয়নের আড়ালে রোগীর ভোগান্তি: আস্থা সংকটে স্বাস্থ্যসেবা

ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবস: অমিত শক্তির উৎস

ছবি

বেগম রোকেয়া এখনো জাগ্রত

tab

মতামত » উপ-সম্পাদকীয়

বাইডেন কি দলে বোঝা হয়ে যাচ্ছেন?

শিতাংশু গুহ

image

বুধবার, ১০ জুলাই ২০২৪

ওয়াশিন্টন পোস্ট গত রোববার সন্ধ্যায় জানিয়েছে যে, চারজন ডেমক্রেট কংগ্রেসম্যান নীরবে প্রেসিডেন্ট জো বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা হচ্ছেনÑ নিউইয়র্কের জেরি নাডলার ও জোসেফ মোরেলি; ক্যালিফোর্নিয়ার মার্ক তাকানো এবং ওয়াশিংটনের এডাম স্মিথ। এর আগে টেক্সাসের লয়েড ডগেট, আরিজোনার রাউল গ্রিজালভা ও মিনেসোটার কংগ্রেসওমেন এনজি ক্রেগ প্রকাশ্যেই বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। এবিসি নিউজকে বাইডেন বলেছেন, কেবল ঈশ্বরের নির্দেশেই আমি সরে যেতে পারি। বাইডেন কি তার নিজ দল ডেমক্রেট পার্টিতে বোঝা হয়ে যাচ্ছেন?

ডেমক্রেটদের মধ্যে আতঙ্ক কমেনি। দ্য গার্ডিয়ান পত্রিকা গত শনিবার বলেছে, ডেমক্রেটরা বৈঠকে বসছেন। এখন পর্যন্ত অর্ধডজন কংগ্রেসম্যান বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ওয়াসিংটন পোস্ট বলছে যে, ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার সতীর্থ সিনেটরদের সঙ্গে কথা বলছেন এবং তারা একত্রে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানাতে পারেন। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নির্বাচনী রেসে আছেন, শেষ পর্যন্ত থাকছেন। সতীর্থ ডেমক্রেটদের তিনি আরও বলছেন যে, তিনি জানেন তাকে ভালো করতে হবে এবং প্রমাণ করতে হবে যে ‘তিনি ফিট’।

বাইডেনের সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে কাজ করেন তারা গোপনে বলছেন, প্রেসিডেন্টের বয়সজনিত সমস্যাগুলো দ্রুত বাড়ছে। বাইডেনের ব্যক্তিগত ডাক্তার পার্কিনসন্স রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন। টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন তার বয়সজনিত সমস্যা উড়িয়ে দিয়ে বলেন যে, তিনি জানেন কীভাবে সমস্যার মোকাবিলা করতে হয়। ওয়েস্ট ভার্জিনিয়ার অন্য সিনেটর জো মানচিন বিদ্রোহ করতে চেয়েছিলেন, বাইডেন শিবির তাকে নিবৃত করেছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রকাশ্যে বাইডেনকে সমর্থন দিলেও এখন নিভৃতে ডেমক্রেটদের বলছেন, বাইডেনের অবস্থা এমনিতেই কাহিল, বিতর্কের পর তা শোচনীয় হয়ে পড়েছে।

দ্য ইন্ডিপেনডেন্স বলেছে, বাইডেন যদি শেষপর্যন্ত সরেই দাঁড়ান, তবে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস-ই হবেন ডেমক্রেট প্রার্থী। বাইডেন শিবিরের মুখপাত্র সেথ শুস্টার ইন্ডিপেনডেন্সকে জানিয়েছেন যে, ‘নিশ্চিত থাকুন প্রেসিডেন্ট সরে দাঁড়াচ্ছেন না’। বাইডেন তার নির্বাচনী স্টাফদের বলেছেন, ‘আমি শেষপর্যন্ত লড়ব এবং আমরা জিতব।’

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্ক টাইমস-সিয়েনা এবং ওয়ালস্ট্রিট জার্নাল রেজিস্টার্ড ভোটারদের মধ্যে দুটি জরিপ চালিয়ে বলেছে যে, বাইডেন আরও পিছিয়ে পড়ছেন। টাইমস-সিয়েনা বলেছে ট্রাম্প-বাইডেন ৪৯-৪১%, ওয়ালস্ট্রিট বলেছে ৪৮-৪১%। ১৫-১৮ জুলাই মিলওয়াকিতে রিপাবলিকান সম্মেলনের পর ব্যবধান আরও বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

সুপ্রিমকোর্ট সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছুটা দায়মুক্তি দিলেও তিনি পুরোপুরি মুক্ত নন। বিচার বিভাগ বলেছে, তারা ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা চালিয়ে যাবে, এমনকি তিনি নির্বাচনে জয়ী হলেও তা চলবে। এদিকে নিউইয়র্ক আদালতে ট্রাম্পের সাজা ঘোষণা পিছিয়ে গিয়েছে, নতুন দিন ধার্য হয়েছে ১৮ সেপ্টেম্বর। আগামী সপ্তাহে ট্রাম্প রিপাবলিকান দলের আনুষ্ঠানিক প্রার্থী হচ্ছেন, আগস্ট মাসের ১৯ তারিখ শিকাগোতে ডেমক্রেট দলের সম্মেলন, ধারণা করা যায়, ওই পর্যন্ত বাইডেনকে নিয়ে দলে জল্পনা-কল্পনা চলতে থাকবে।

[লেখক : যুক্তরাষ্ট্র প্রবাসী]

back to top