alt

উপ-সম্পাদকীয়

রূপকথার মতো মনে হলেও তিনি ছিলেন বাস্তবেরই নায়ক

আনোয়ারুল হক

: সোমবার, ১৭ মার্চ ২০২৫

গত ২৪ ফেব্রুয়ারি খুলনা থেকে গাড়িতে ঢাকায় ফিরছিলাম। সঙ্গে আমার স্ত্রীও ছিলেন। মোল্লার হাট পার হওয়ার পর মনে হলো হাতে যেহেতু সময় আছে একবার দেখেই যাই-না বঙ্গবন্ধুর সমাধি সৌধের অবস্থা। বুলডোজার বাহিনী আবার কখন হানা দেয়! ঐতিহাসিক ৭ মার্চ বা মুজিবের জন্মদিন ১৭ মার্চকে কেন্দ্র করে আবার কোনো পরিস্থিতির সৃষ্টি হয় কিনা। মুজিবকন্যাও আবার তাতে ঘি ঢালেন কিনা! এসব চিন্তা মনে আসছিল।

খুলনা যাওয়া-আসার পথে স্বাধীনতা সংগ্রামের নেতার সমাধি সৌধে মাঝে মধ্যে যাওয়ার অভ্যাস আগে থেকেই ছিল। তবে আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় অর্থাৎ গত ১৬ বছরে মাত্র একবার গিয়েছি। তখন সমাধিস্থল ঘিরে আওয়ামী লীগ বা তার নেত্রীর তোষামোদকারীদের মুজিব বন্দনার হাস্যকর সব কায়কারবার দেখে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করতাম না।

আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময় ২০০১ থেকে ২০০৮ সন পর্যন্ত অনেকবার গিয়েছি। ওই সময়ে বরং সমাধিস্থলে একটা ভাব গম্ভীর পরিবেশ পেতাম। আশপাশের এলাকা অনেকটাই পাড়াগাঁও মনে হতো। সমাধিসৌধের কর্মচারীদের সরকারি বেতন বন্ধ হয়ে যাওয়ার পরেও তারা তাদের কর্তব্যে অনেক আন্তরিক ছিলেন।

এবারের পরিস্থিতিটা একেবারেই ভিন্নতর। চারদিকে সুনসান নীরবতা। সমাধিসৌধের আশপাশে মুজিব পরিবারের আত্মীয়স্বজনদের যত ঘরবাড়ি রয়েছে সবই তালাবদ্ধ। কেউ সেখানে অবস্থান করছেন না। শুধু তাই নয় যাওয়া-আসার পথে মনে হলো সমাধিসৌধের আশপাশে ১-২ কিলোমিটার এলাকাই অনেকটা বিরাণভূমি। রাস্তায় কোনও জনমানব চোখে পড়ল না। সৌধে ঢোকার ছোট গেট খোলা পেলাম।

ঢোকার পরে এক প্রতিবন্ধী কিশোরকে দেখলাম দুজন পুলিশের সঙ্গে বসে কথা বলছে। আমাদের কেউ কিছু জিজ্ঞাসা করল না। আমি এলোমেলো হাঁটাহাঁটি করছি, এবং আমার স্ত্রী কবরে ঢোকার গেটে দাঁড়িয়ে মোনাজাত করছেন এমন সময় মসজিদের ইমাম সাহেব আসেন। তার সঙ্গে কথা বলে জানতে পারলাম কমপ্লেক্সে ৬২ জন কর্মচারী ছিলেন। এখন একজনও নেই। গত আগস্ট মাস থেকে বেতন বন্ধ হয়ে যাওয়া ও নিরাপত্তাহীনতা বোধ করায় সবাই চলে গেছেন। কোনো পুলিশও ছিল না। এক সপ্তাহ যাবত দুইজন করে পুলিশ পালাক্রমে ডিউটি করছেন। তাদের চোখেমুখেও কেমন একটা বিষণœতার ছাপ। ইমাম সাহেব মসজিদ নিয়ে আছেন। তবে অধিকাংশ ওয়াক্তে তিনি ছাড়া নামাজ পড়ার মতো কেউ থাকে না। আলাপচারিতায় ইমাম সাহেবও আক্ষেপ করে বললেন, ‘কেনো যে শেখ হাসিনা সব বিষয়ে এত বাড়াবাড়ি করলেন!’ আমার মনে হলো শেখ পরিবারের গ-ির মধ্যে থেকেও ইমাম সাহেব যা বুঝেছেন আওয়ামী লীগের নেতারা এবং তাদের নেত্রী কি তার কিছুই বুঝতে পারছেন না। আছে কি তাদের কোনো অনুতাপ, অনুশোচনা কিংবা অপরাধবোধ। বরং তারা এখনো পলাতক অবস্থায় হুমকিধামকি দিয়ে যাচ্ছেন।

শেখ হাসিনার নিজের করা অপরাধগুলোর ছায়ায় তারই পিতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতার স্মৃতি এখন ঢাকা পড়ে গেছে। শেখ মুজিবুর রহমানকে নিজের ও আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি বানিয়ে তিনি মুজিবের প্রতি অবিচার করেছেন; নিজেকে তার একমাত্র উত্তরাধিকারী বানিয়ে ও সারা দেশকে তার কাছ থেকে দূরে ঠেলে দিয়ে তিনি মুজিবের প্রতি অবিচার করেছেন।মুজিবের স্মৃতিকে আজ তারই কন্যার অপরাধের মূল্য দিতে হচ্ছে।

অন্যদিকে যারাই মুক্তিযুদ্ধের স্মৃতি, আকাক্সক্ষা, আবেগ ইত্যাদি নিয়ে কিছু বলছেন সরকারের উপদেষ্টাসহ বিশেষ একটি গোষ্ঠী কতৃক তাদের সবাইকে ‘আওয়ামী লীগ পুনর্বাসনের’ অথবা ‘মুজিববাদী’ তকমা দিয়ে দেয়া হচ্ছে। মুজিববাদ বলতে ওনারা কী বুঝাতে চাইছেন সেটা খুব পরিষ্কার নয়। আওয়ামী লীগ তো তার নীতি-আদর্শে মুজিববাদ হিসেবে কিছু উল্লেখ করেনি। তবে ওনারা যখন বলেন মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে, তখন বোঝা যায় সংবিধানকে ‘কামালবাদী’ না বলে মুজিববাদী বলছেন কেন। সংবিধান সংস্কার প্রশ্নে, বারবার কাটাছেঁড়া করে যুক্ত অগণতান্ত্রিক ধারাসমূহ বিলোপের প্রশ্নে কেউই আপত্তি করছেন না। কিন্তু তারা চান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের মূলনীতি-আদর্শের বিলোপ। অর্থাৎ ঘুরেফিরে তাদের লক্ষ্য মুক্তিযুদ্ধকে আক্রমণ করা।

তারপরেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের একটা লেখনী মনে অনেক সাহস জুগিয়েছে বর্তমান পরিস্থিতিতে মুজিব সমাধিসৌধে যেতে। তিনি লিখেছিলেন, “প্রিয় বঙ্গবন্ধু,/ আমি আপনাকে ভালোবাসি/ আপনাকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ হতে হয় না... / আপনাকে ভালোবাসতে হলে লাগে কিছুটা বিবেক/ কিছুটা যুক্তিবোধ, নিজের মানচিত্র চেনা/ আর সামান্য একটু মনুষ্যত্ববোধ...”

স্বাধীন বাংলা দেশে রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবের নানা পদক্ষেপ এবং এক পর্যায়ে গণতন্ত্রকে সংকুচিত করে আনা, বাকশাল গঠন ইত্যাদি কারণে তিনি সমালোচিত হন এবং তার বিশাল ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। এসব ভিন্ন আলোচনা। সেসব আলোচনায় না গিয়ে তিনি যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন এ বিষয়ে কোনো বিতর্ক সাধারণভাবে নেই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবের ভূমিকা ছিল অনেকটা সর্বপ্লাবী।

তবে স্বাধীনতা সংগ্রামে যেমন আরো অনেক পার্শ্বচরিত্র আছে তেমনি আছে বৈচিত্র্যময় নানা পর্ব ও উপাদান। আছে বাংলাদেশের মানুষের অকুতোভয় লড়াই আর সীমাহীন আত্মত্যাগের ইতিহাস। সবকিছু বাদ দিয়ে গোটা সংগ্রামকে এবং পরবর্তীতে গোটা দেশকে শুধুই মুজিবময় করে তোলার প্রয়াস মানুষ ভালোভাবে নেয়নি। সেটাকে কাজে লাগিয়ে আজকের পরিস্থিতিতে একটি গোষ্ঠী যাদের কতৃত্ববাদী হাসিনা বা আওয়ামী দুঃশাসন অপেক্ষা ’৭১ বা মুক্তিযুদ্ধের ওপর আক্রোশ বেশি; কিন্তু মুখ ফুটে বলতে পারছেন নাÑ তারাই মুক্তিযুদ্ধের নায়ক মুজিবকে নিয়ে টানাহেঁচড়া করে মনের ঝাল মেটাচ্ছেন!

১৯৭১-এর মুক্তিযুদ্ধ কিংবা যুদ্ধের নায়ককে পাশ কাটিয়ে যেমন ইতিহাসকে অগ্রসর করা যাবে না তেমনি বাংলাদেশের ইতিহাসকে এককেন্দ্রিক না করে এর বহুমাত্রিক বিশ্লেষণও জরুরি এবং ইতিহাসবিদরা তা নিশ্চয়ই করবেন। এখনকার টুঙ্গিপাড়া দেখলেও আঁচ করা যায় শত বছর আগে কোন এক অজো গ্রামের সাধারণ এক পরিবারে জন্ম নিয়েছিলেন মুজিব।

সেখান থেকে উঠে এসে রূপকথার নায়কের মতো ইতিহাসের নানা পথপরিক্রমা পার করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এমন এক বিশাল গগণচুম্বি ভূমিকায় অবতীর্ণ হন যে তার ভূমিকা কেন্দ্রীয় ও চূড়ান্ত হয়ে ওঠে। ১৭ মার্চ তার জন্মদিনে রইল শ্রদ্ধা ও ভালোবাসা।

[লেখক : সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন]

গণতন্ত্র, মানবাধিকার ও আইন প্রতিষ্ঠার জন্য মুক্ত মত প্রকাশের গুরুত্ব

নিরাপদ অভিবাসন ও রেমিট্যান্স প্রবাহ

ভারতব্যাপী সংঘ : বিজেপির নয়া কৌশল

আর্থিক খাত নিয়ে অবিমৃষ্যকারী বক্তব্য

ভূমিকম্পের আগেই ব্যবস্থা নিতে হবে

নারীর প্রতি সহিংসতা বন্ধ করতেই হবে

মনে কী দ্বিধা রেখে নতুন প্রত্যাশায় নতুন দল!

ছবি

উন্নত বিশ্বের নাগরিকত্ব ও দুর্নীতি

যাদবপুর বিশ্ববিদ্যালয় : শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে ছাত্র

নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন

আদালতের ভেতরে ভিডিও ধারণের আইনি দিক

আইনের শাসন না গণপিটুনি?

নারীর ভূমি ও কৃষি অধিকার : ন্যায়বিচারের পথে কতদূর?

রাজনৈতিক কর্মকাণ্ডের হালচাল

জনতুষ্টিবাদীরা এগিয়ে আছে যেদিক থেকে

ভিক্ষাবৃত্তি : প্রয়োজন নাকি পেশা?

ছবি

বিনিময় কৌশল নাকি বাণিজ্য যুদ্ধ?

শিশু আদালতের বিচার-প্রক্রিয়ার আইনি ও বাস্তবিক দিক

জনদুর্ভোগের অপসংস্কৃতি ও জনশিক্ষা : আগামীর দিকনির্দেশনা

প্রসঙ্গ : নেপাল থেকে বিদ্যুৎ আমদানি

হরিজনদের পদবি : ঐক্যের পথে বাধা

এল নিনো : দেশের কৃষির চ্যালেঞ্জ ও করণীয়

আর কীভাবে আর্জি জানালে নিরাপত্তা পাওয়া যায়?

স্বপ্ন ভাঙল সাঁওতাল মুংলু বেসরার

কোনো স্কুলই খারাপ না

ঢাকার যানজটের টেকসই সমাধান কী

বই কেন পড়বেন

ডায়াবেটিসের জটিলতা বাড়ায় তামাক ও ধূমপান

জাতীয় বিমা দিবস

পশ্চিমবঙ্গে বামপন্থা

ভাষা আন্দোলনে অংশ নেয়া ভুল হয়ে থাকলে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা সঠিক ছিল!

শিক্ষার গুণগত মান পরিবর্তনে শিক্ষকের মূল্যায়ন

দেশে প্রোগ্রামিংয়ের চ্যালেঞ্জ ও বাস্তবতা

তর্কে সময়, সামর্থ্য এবং শক্তির অপচয় রোধ করুন

পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দেশপ্রেমে জাতীয় অগ্রগতি

শিক্ষার মানোন্নয়নে প্রাথমিকের লেখাপড়ায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে

tab

উপ-সম্পাদকীয়

রূপকথার মতো মনে হলেও তিনি ছিলেন বাস্তবেরই নায়ক

আনোয়ারুল হক

সোমবার, ১৭ মার্চ ২০২৫

গত ২৪ ফেব্রুয়ারি খুলনা থেকে গাড়িতে ঢাকায় ফিরছিলাম। সঙ্গে আমার স্ত্রীও ছিলেন। মোল্লার হাট পার হওয়ার পর মনে হলো হাতে যেহেতু সময় আছে একবার দেখেই যাই-না বঙ্গবন্ধুর সমাধি সৌধের অবস্থা। বুলডোজার বাহিনী আবার কখন হানা দেয়! ঐতিহাসিক ৭ মার্চ বা মুজিবের জন্মদিন ১৭ মার্চকে কেন্দ্র করে আবার কোনো পরিস্থিতির সৃষ্টি হয় কিনা। মুজিবকন্যাও আবার তাতে ঘি ঢালেন কিনা! এসব চিন্তা মনে আসছিল।

খুলনা যাওয়া-আসার পথে স্বাধীনতা সংগ্রামের নেতার সমাধি সৌধে মাঝে মধ্যে যাওয়ার অভ্যাস আগে থেকেই ছিল। তবে আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় অর্থাৎ গত ১৬ বছরে মাত্র একবার গিয়েছি। তখন সমাধিস্থল ঘিরে আওয়ামী লীগ বা তার নেত্রীর তোষামোদকারীদের মুজিব বন্দনার হাস্যকর সব কায়কারবার দেখে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করতাম না।

আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময় ২০০১ থেকে ২০০৮ সন পর্যন্ত অনেকবার গিয়েছি। ওই সময়ে বরং সমাধিস্থলে একটা ভাব গম্ভীর পরিবেশ পেতাম। আশপাশের এলাকা অনেকটাই পাড়াগাঁও মনে হতো। সমাধিসৌধের কর্মচারীদের সরকারি বেতন বন্ধ হয়ে যাওয়ার পরেও তারা তাদের কর্তব্যে অনেক আন্তরিক ছিলেন।

এবারের পরিস্থিতিটা একেবারেই ভিন্নতর। চারদিকে সুনসান নীরবতা। সমাধিসৌধের আশপাশে মুজিব পরিবারের আত্মীয়স্বজনদের যত ঘরবাড়ি রয়েছে সবই তালাবদ্ধ। কেউ সেখানে অবস্থান করছেন না। শুধু তাই নয় যাওয়া-আসার পথে মনে হলো সমাধিসৌধের আশপাশে ১-২ কিলোমিটার এলাকাই অনেকটা বিরাণভূমি। রাস্তায় কোনও জনমানব চোখে পড়ল না। সৌধে ঢোকার ছোট গেট খোলা পেলাম।

ঢোকার পরে এক প্রতিবন্ধী কিশোরকে দেখলাম দুজন পুলিশের সঙ্গে বসে কথা বলছে। আমাদের কেউ কিছু জিজ্ঞাসা করল না। আমি এলোমেলো হাঁটাহাঁটি করছি, এবং আমার স্ত্রী কবরে ঢোকার গেটে দাঁড়িয়ে মোনাজাত করছেন এমন সময় মসজিদের ইমাম সাহেব আসেন। তার সঙ্গে কথা বলে জানতে পারলাম কমপ্লেক্সে ৬২ জন কর্মচারী ছিলেন। এখন একজনও নেই। গত আগস্ট মাস থেকে বেতন বন্ধ হয়ে যাওয়া ও নিরাপত্তাহীনতা বোধ করায় সবাই চলে গেছেন। কোনো পুলিশও ছিল না। এক সপ্তাহ যাবত দুইজন করে পুলিশ পালাক্রমে ডিউটি করছেন। তাদের চোখেমুখেও কেমন একটা বিষণœতার ছাপ। ইমাম সাহেব মসজিদ নিয়ে আছেন। তবে অধিকাংশ ওয়াক্তে তিনি ছাড়া নামাজ পড়ার মতো কেউ থাকে না। আলাপচারিতায় ইমাম সাহেবও আক্ষেপ করে বললেন, ‘কেনো যে শেখ হাসিনা সব বিষয়ে এত বাড়াবাড়ি করলেন!’ আমার মনে হলো শেখ পরিবারের গ-ির মধ্যে থেকেও ইমাম সাহেব যা বুঝেছেন আওয়ামী লীগের নেতারা এবং তাদের নেত্রী কি তার কিছুই বুঝতে পারছেন না। আছে কি তাদের কোনো অনুতাপ, অনুশোচনা কিংবা অপরাধবোধ। বরং তারা এখনো পলাতক অবস্থায় হুমকিধামকি দিয়ে যাচ্ছেন।

শেখ হাসিনার নিজের করা অপরাধগুলোর ছায়ায় তারই পিতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতার স্মৃতি এখন ঢাকা পড়ে গেছে। শেখ মুজিবুর রহমানকে নিজের ও আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি বানিয়ে তিনি মুজিবের প্রতি অবিচার করেছেন; নিজেকে তার একমাত্র উত্তরাধিকারী বানিয়ে ও সারা দেশকে তার কাছ থেকে দূরে ঠেলে দিয়ে তিনি মুজিবের প্রতি অবিচার করেছেন।মুজিবের স্মৃতিকে আজ তারই কন্যার অপরাধের মূল্য দিতে হচ্ছে।

অন্যদিকে যারাই মুক্তিযুদ্ধের স্মৃতি, আকাক্সক্ষা, আবেগ ইত্যাদি নিয়ে কিছু বলছেন সরকারের উপদেষ্টাসহ বিশেষ একটি গোষ্ঠী কতৃক তাদের সবাইকে ‘আওয়ামী লীগ পুনর্বাসনের’ অথবা ‘মুজিববাদী’ তকমা দিয়ে দেয়া হচ্ছে। মুজিববাদ বলতে ওনারা কী বুঝাতে চাইছেন সেটা খুব পরিষ্কার নয়। আওয়ামী লীগ তো তার নীতি-আদর্শে মুজিববাদ হিসেবে কিছু উল্লেখ করেনি। তবে ওনারা যখন বলেন মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে, তখন বোঝা যায় সংবিধানকে ‘কামালবাদী’ না বলে মুজিববাদী বলছেন কেন। সংবিধান সংস্কার প্রশ্নে, বারবার কাটাছেঁড়া করে যুক্ত অগণতান্ত্রিক ধারাসমূহ বিলোপের প্রশ্নে কেউই আপত্তি করছেন না। কিন্তু তারা চান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের মূলনীতি-আদর্শের বিলোপ। অর্থাৎ ঘুরেফিরে তাদের লক্ষ্য মুক্তিযুদ্ধকে আক্রমণ করা।

তারপরেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের একটা লেখনী মনে অনেক সাহস জুগিয়েছে বর্তমান পরিস্থিতিতে মুজিব সমাধিসৌধে যেতে। তিনি লিখেছিলেন, “প্রিয় বঙ্গবন্ধু,/ আমি আপনাকে ভালোবাসি/ আপনাকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ হতে হয় না... / আপনাকে ভালোবাসতে হলে লাগে কিছুটা বিবেক/ কিছুটা যুক্তিবোধ, নিজের মানচিত্র চেনা/ আর সামান্য একটু মনুষ্যত্ববোধ...”

স্বাধীন বাংলা দেশে রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবের নানা পদক্ষেপ এবং এক পর্যায়ে গণতন্ত্রকে সংকুচিত করে আনা, বাকশাল গঠন ইত্যাদি কারণে তিনি সমালোচিত হন এবং তার বিশাল ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। এসব ভিন্ন আলোচনা। সেসব আলোচনায় না গিয়ে তিনি যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন এ বিষয়ে কোনো বিতর্ক সাধারণভাবে নেই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবের ভূমিকা ছিল অনেকটা সর্বপ্লাবী।

তবে স্বাধীনতা সংগ্রামে যেমন আরো অনেক পার্শ্বচরিত্র আছে তেমনি আছে বৈচিত্র্যময় নানা পর্ব ও উপাদান। আছে বাংলাদেশের মানুষের অকুতোভয় লড়াই আর সীমাহীন আত্মত্যাগের ইতিহাস। সবকিছু বাদ দিয়ে গোটা সংগ্রামকে এবং পরবর্তীতে গোটা দেশকে শুধুই মুজিবময় করে তোলার প্রয়াস মানুষ ভালোভাবে নেয়নি। সেটাকে কাজে লাগিয়ে আজকের পরিস্থিতিতে একটি গোষ্ঠী যাদের কতৃত্ববাদী হাসিনা বা আওয়ামী দুঃশাসন অপেক্ষা ’৭১ বা মুক্তিযুদ্ধের ওপর আক্রোশ বেশি; কিন্তু মুখ ফুটে বলতে পারছেন নাÑ তারাই মুক্তিযুদ্ধের নায়ক মুজিবকে নিয়ে টানাহেঁচড়া করে মনের ঝাল মেটাচ্ছেন!

১৯৭১-এর মুক্তিযুদ্ধ কিংবা যুদ্ধের নায়ককে পাশ কাটিয়ে যেমন ইতিহাসকে অগ্রসর করা যাবে না তেমনি বাংলাদেশের ইতিহাসকে এককেন্দ্রিক না করে এর বহুমাত্রিক বিশ্লেষণও জরুরি এবং ইতিহাসবিদরা তা নিশ্চয়ই করবেন। এখনকার টুঙ্গিপাড়া দেখলেও আঁচ করা যায় শত বছর আগে কোন এক অজো গ্রামের সাধারণ এক পরিবারে জন্ম নিয়েছিলেন মুজিব।

সেখান থেকে উঠে এসে রূপকথার নায়কের মতো ইতিহাসের নানা পথপরিক্রমা পার করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এমন এক বিশাল গগণচুম্বি ভূমিকায় অবতীর্ণ হন যে তার ভূমিকা কেন্দ্রীয় ও চূড়ান্ত হয়ে ওঠে। ১৭ মার্চ তার জন্মদিনে রইল শ্রদ্ধা ও ভালোবাসা।

[লেখক : সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন]

back to top