alt

মতামত » উপ-সম্পাদকীয়

পরিবেশ ছাড়পত্র কেন প্রয়োজন

সাঈদ চৌধুরী

: মঙ্গলবার, ১৫ জুন ২০২১

ধরুন আপনি একটি বাড়ি করবেন। এখন বাড়িটি আপনি যেখানে করবেন সে জায়গাটি সম্পর্কে আপনার যেমন জানার আছে তেমনি রাষ্ট্রেরও এ বিষয়ে কিছু বলবার আছে। রাষ্ট্রের অনেক কথার মধ্যে একটি বড় কথা হল যে জমিতে আপনি বাড়ি করতে চাইছেন সে জমিটি কি খাস, সে জমিটি কি বনের জমি, সে জমিটি কি রাষ্ট্রের রাস্তা করার জমি অথবা রাষ্ট্র কি এ জমি কোন কারণে কিনে রেখেছে?

আপনি জানেন না কিন্তু বাড়ি করলেন- এক্ষেত্রে কোন সমস্যায় পড়লে রাষ্ট্র আর আপনার মধ্যে কার অবস্থান কী হবে? শুধু তাই নয়-বনের জমি, নদীর জমি, জলাশয়, রাষ্ট্রের সরাসরি কোন জমিতে যদি আপনি শুধু বাড়িই করেন তবুও কিন্তু তা অপরাধ এবং এ কারণে পরিবেশ দূষণ হয়।

একটু দেখে নিন কি কি দূষণ আপনি প্রতিদিন ঘটাচ্ছেন। বাড়িতে যদি শুধু বাতিও জ্বালান তবে আপনি গ্রীন হাউস গ্যাস নিঃস্বরণে ভূমিকা রাখছেন, পৃথিবীর তাপমাত্রা বাড়াচ্ছেন। যদি আপনি চুলা জ্বালান তাহলে কার্বন বাড়াচ্ছেন। আপনি যদি ফ্রিজ ও এসি চালান তবে সিএফসি বাড়ছে। আর আপনি যদি এসবের কিছুই ব্যবহার না করেন তবুও বাড়ির খাবারের ময়লা ও অন্যান্য ময়লা দিয়ে দূষণ সৃষ্টি করছেন। এর সঙ্গে আপনার মলমূত্র তো মাটিতে মিশে যাচ্ছেই, খরচ করছেন পানিও।

একটি ফ্যাক্টরি করা হবে। প্রথমে ফ্যাক্টরিতে কি উৎপাদন হবে সেটা ঠিক করতে হবে। তারপর সে ফ্যাক্টরিতে কি পরিমাণ পানি ব্যবহার করবে, গ্যাস ব্যবহার করবে, বিদ্যুৎ ব্যবহার করবে এ বিষয়গুলোর একটি পরিমাণ উল্লেখ করে তালিকা করতে হবে। পুরো ফ্যাক্টরিটি স্থাপন করার ফলে ওই অঞ্চলে পরিবেশের কি ধরনের পরিবর্তন হতে পারে তা এনালাইসিস করতে হবে। ধরুন ফ্যাক্টরিটি হলে ৩০টি গাছ কাটা লাগতে পারে। আবার যারা কোন শিল্পকারখানা করবে তাদের অভ্যন্তরে ২৫ শতাংশ উদ্ভিদ থাকতে হয়। সব কিছু সঠিকভাবে হচ্ছে কিনা সে বিষয়য়টি যাচাইয়ের জন্য ইআইএ (এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট এসেসমেন্ট) করে যদি দেখা যায় এখানে কোন শিল্পকারখানা করলে যারা বসবাস করছে তারা, প্রকৃতি অথবা রাষ্ট্রীয় সম্পদ এর তেমন ক্ষতি হবে না তবেই শুধু পরিবেশ ছাড়পত্র অনুমোদন দেয়া হয়!

এ কাজটি পরিবেশ অধিদপ্তর করে থাকে। যতই দিন যাচ্ছে ততই দূষণ বাড়ছে। এই দূষণ কমিয়ে আনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক চিন্তা এবং বিজ্ঞানভিত্তিক একটি পর্যালোচনা। কোন কিছু তৈরীর আগে তার পুরো বিশ্লেষণ থাকলেই শুধু একটি টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব।

পরিবেশ অধিদপ্তরে লোক সংকট আছে। তাই এখানে মেধাবী ও সৎলোকের প্রয়োজন। সঙ্গে সঙ্গে যারা টেকনিক্যাল মানুষ তাদের নিয়োগ দেয়া প্রয়োজন। প্রয়োজন প্রতিটি শিল্প এলাকায় ল্যাবরেটরি। দুর্নীতিমুক্ত পর্যালোচনাও খুব দরকারি এ বিষয়ে। যদি পরিবেশ ছাড়পত্র ছাড়া কোন উন্নয়ন প্রকল্প অনুমোদন হয় উপরের সবগুলো বিষয় ফাঁকি দেয়া সহজ হয়ে যাবে। তাতে করে নদীদূষণ বাড়বে, নদী, বনভূমি, জলাশয়, সরকারি জায়গায় দখল বাড়বে। কৃষি জমির সংখ্যা কমে যাবে। এ বিষয়গুলো চিন্তা করে পরিবেশ অধিদপ্তরকে আরও গতিশীল করে যে কোন পরিবেশ ছাড়পত্র আবেদনের এক থেকে দেড় মাসের মধ্যে দেয়ার ব্যবস্থা করাই সবচেয়ে বড় কাজ হতে পারে।

এ বিষয়ে যে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন তা নিলেই কেবল আমাদের আগামীর বাংলাদেশ মাছে ভাতের বাংলাদেশ, সবুজের বাংলাদেশ, টেকসই অর্থনীতির বাংলাদেশ হতে পারে।

[লেখক : সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও রসায়নবিদ, শ্রীপুর, গাজীপুর]

সোনার প্রাসাদের দেয়ালে ঘামের দাগ

নিরাপদ সড়ক চাই কিন্তু কার্যকর উদ্যোগ কোথায়?

অবহেলিত শিক্ষার দুর্দশা বাড়ছে

টেকসই উন্নয়নের পূর্বশর্ত নিরাপদ সড়ক

বাংলার সংস্কৃতি কি মূলধারা হারিয়ে ফেলবে?

ছবি

সমদৃষ্টি, বহুত্ববাদী সমাজ এবং সহিষ্ণুতা

খাদ্য অপচয় : ক্ষুধার্ত পৃথিবীর এক নিঃশব্দ ট্র্যাজেডি

টেকসই বাংলাদেশ গঠনে পরিবেশ সংস্কার কেন অপরিহার্য

সে এক রূপকথারই দেশ

উপকূলের খাদ্যসংকট নিয়ে ভাবছেন কি নীতিনির্ধারকেরা?

মানসিক স্বাস্থ্য: মানবাধিকারের নতুন চ্যালেঞ্জ

ঢাকার যানজট ও বিকেন্দ্রীকরণ

নির্বাচনী মাঠে জামায়াতী হেকমত

শিক্ষা ব্যবস্থায় গভীর বৈষম্য ও জাতির অগ্রযাত্রাধ

উপমহাদেশে সমাজতন্ত্রের স্বপ্ন, বাস্তবতা ও চ্যালেঞ্জ

এইচএসসি ফল: সংখ্যার খেল না কি শিক্ষার বাস্তব চিত্র?

বিনা ভোট, নিশি ভোট, ডামি ভোটের পরে এবার নাকি গণভোট!

কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী

কত মৃত্যু হলে জাগবে বিবেক?

বৈষম্যের বিবিধ মুখ

মানসিক স্বাস্থ্য রক্ষায় জরুরি আইনি সহায়তা

গাজা : এখন শান্তি রক্ষা করবে কে?

দোসর, বাই ডিফল্ট!

জমি কেনা দাগে দাগে কিন্তু ভোগদখল একদাগে

রাষ্ট্র কি শুধু শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে যাচ্ছে?

শতরঞ্জ কি খিলাড়ী

শিক্ষক থাকে রাজপথে, আর পুলিশ ছাড়ে থানা

উচ্চমাধ্যমিক শিক্ষা : স্কুল অ্যান্ড কলেজের ভবিষ্যৎ কী?

ছবি

শ্লীলতা, অশ্লীলতার রাজনৈতিক সংস্কৃতি

সৈয়দ মনজুরুল ইসলাম: অবক্ষয়ের চোরাবালিতে আলোর দিশারী

অটোমেশন ও দেশের যুব কর্মসংস্থানের ভবিষ্যৎ

দুর্যোগে ভয় নয়, প্রস্তুতিই শক্তি

বৈষম্যহীন সমাজের স্বপ্ন

ছবি

‘আল্লাহ তুই দেহিস’: এ কোন ঘৃণার আগুন, ছড়িয়ে গেল সবখানে!

চেকের মামলায় আসামী যেসব ডিফেন্স নিয়ে খালাস পেতে পারেন

খেলনাশিল্প: সম্ভাবনা ও চ্যালেঞ্জ

tab

মতামত » উপ-সম্পাদকীয়

পরিবেশ ছাড়পত্র কেন প্রয়োজন

সাঈদ চৌধুরী

মঙ্গলবার, ১৫ জুন ২০২১

ধরুন আপনি একটি বাড়ি করবেন। এখন বাড়িটি আপনি যেখানে করবেন সে জায়গাটি সম্পর্কে আপনার যেমন জানার আছে তেমনি রাষ্ট্রেরও এ বিষয়ে কিছু বলবার আছে। রাষ্ট্রের অনেক কথার মধ্যে একটি বড় কথা হল যে জমিতে আপনি বাড়ি করতে চাইছেন সে জমিটি কি খাস, সে জমিটি কি বনের জমি, সে জমিটি কি রাষ্ট্রের রাস্তা করার জমি অথবা রাষ্ট্র কি এ জমি কোন কারণে কিনে রেখেছে?

আপনি জানেন না কিন্তু বাড়ি করলেন- এক্ষেত্রে কোন সমস্যায় পড়লে রাষ্ট্র আর আপনার মধ্যে কার অবস্থান কী হবে? শুধু তাই নয়-বনের জমি, নদীর জমি, জলাশয়, রাষ্ট্রের সরাসরি কোন জমিতে যদি আপনি শুধু বাড়িই করেন তবুও কিন্তু তা অপরাধ এবং এ কারণে পরিবেশ দূষণ হয়।

একটু দেখে নিন কি কি দূষণ আপনি প্রতিদিন ঘটাচ্ছেন। বাড়িতে যদি শুধু বাতিও জ্বালান তবে আপনি গ্রীন হাউস গ্যাস নিঃস্বরণে ভূমিকা রাখছেন, পৃথিবীর তাপমাত্রা বাড়াচ্ছেন। যদি আপনি চুলা জ্বালান তাহলে কার্বন বাড়াচ্ছেন। আপনি যদি ফ্রিজ ও এসি চালান তবে সিএফসি বাড়ছে। আর আপনি যদি এসবের কিছুই ব্যবহার না করেন তবুও বাড়ির খাবারের ময়লা ও অন্যান্য ময়লা দিয়ে দূষণ সৃষ্টি করছেন। এর সঙ্গে আপনার মলমূত্র তো মাটিতে মিশে যাচ্ছেই, খরচ করছেন পানিও।

একটি ফ্যাক্টরি করা হবে। প্রথমে ফ্যাক্টরিতে কি উৎপাদন হবে সেটা ঠিক করতে হবে। তারপর সে ফ্যাক্টরিতে কি পরিমাণ পানি ব্যবহার করবে, গ্যাস ব্যবহার করবে, বিদ্যুৎ ব্যবহার করবে এ বিষয়গুলোর একটি পরিমাণ উল্লেখ করে তালিকা করতে হবে। পুরো ফ্যাক্টরিটি স্থাপন করার ফলে ওই অঞ্চলে পরিবেশের কি ধরনের পরিবর্তন হতে পারে তা এনালাইসিস করতে হবে। ধরুন ফ্যাক্টরিটি হলে ৩০টি গাছ কাটা লাগতে পারে। আবার যারা কোন শিল্পকারখানা করবে তাদের অভ্যন্তরে ২৫ শতাংশ উদ্ভিদ থাকতে হয়। সব কিছু সঠিকভাবে হচ্ছে কিনা সে বিষয়য়টি যাচাইয়ের জন্য ইআইএ (এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট এসেসমেন্ট) করে যদি দেখা যায় এখানে কোন শিল্পকারখানা করলে যারা বসবাস করছে তারা, প্রকৃতি অথবা রাষ্ট্রীয় সম্পদ এর তেমন ক্ষতি হবে না তবেই শুধু পরিবেশ ছাড়পত্র অনুমোদন দেয়া হয়!

এ কাজটি পরিবেশ অধিদপ্তর করে থাকে। যতই দিন যাচ্ছে ততই দূষণ বাড়ছে। এই দূষণ কমিয়ে আনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক চিন্তা এবং বিজ্ঞানভিত্তিক একটি পর্যালোচনা। কোন কিছু তৈরীর আগে তার পুরো বিশ্লেষণ থাকলেই শুধু একটি টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব।

পরিবেশ অধিদপ্তরে লোক সংকট আছে। তাই এখানে মেধাবী ও সৎলোকের প্রয়োজন। সঙ্গে সঙ্গে যারা টেকনিক্যাল মানুষ তাদের নিয়োগ দেয়া প্রয়োজন। প্রয়োজন প্রতিটি শিল্প এলাকায় ল্যাবরেটরি। দুর্নীতিমুক্ত পর্যালোচনাও খুব দরকারি এ বিষয়ে। যদি পরিবেশ ছাড়পত্র ছাড়া কোন উন্নয়ন প্রকল্প অনুমোদন হয় উপরের সবগুলো বিষয় ফাঁকি দেয়া সহজ হয়ে যাবে। তাতে করে নদীদূষণ বাড়বে, নদী, বনভূমি, জলাশয়, সরকারি জায়গায় দখল বাড়বে। কৃষি জমির সংখ্যা কমে যাবে। এ বিষয়গুলো চিন্তা করে পরিবেশ অধিদপ্তরকে আরও গতিশীল করে যে কোন পরিবেশ ছাড়পত্র আবেদনের এক থেকে দেড় মাসের মধ্যে দেয়ার ব্যবস্থা করাই সবচেয়ে বড় কাজ হতে পারে।

এ বিষয়ে যে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন তা নিলেই কেবল আমাদের আগামীর বাংলাদেশ মাছে ভাতের বাংলাদেশ, সবুজের বাংলাদেশ, টেকসই অর্থনীতির বাংলাদেশ হতে পারে।

[লেখক : সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও রসায়নবিদ, শ্রীপুর, গাজীপুর]

back to top