আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নে খাসকররা বাজার থেকে পূর্বদিকে রাইসাগামী রাস্তায় প্রথমেই চোখে পড়ে ব্রিজটির কিছু অংশ ভেঙে নিচে পড়ে গেছে বেশ আগেই। সাথে সাথে নিচের দিকে ব্রিজ ফেটে চৌচির হওয়া ও জরাজীর্ণ অবস্থা দৃষ্টিগোচর হয় অবলীলায়। ভেঙে রড বের হয়ে যাওয়াই তা অত্যন্ত ঝুঁকিতে আছে। উপরন্তু ব্রিজের রেলিং না থাকার কারণে অবস্থা আরও মারাত্মক।
নিয়মিতই ভাঙা অংশ দিয়ে মানুষ পড়ে যাওয়া, যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়া, ব্যবসার মাল ও ফসলাদি ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদি অঘটন অহরহ ঘটছে। বড় ট্রাক, লরি, বালিভর্তি লাটাহাম্বা, ট্রাক্টর ইত্যাদি ভারী যানবাহন চলাচলরত অবস্থায় ব্রিজটি ভেঙে পড়তে পারে। ভঙ্গুর ব্রিজে চলাচলের সময় এলাকার মানুষকে ভয়ে থাকতে হয়।
কারণ এলাকার ৫ হাজারের অধিক মানুষের চলাচলের জন্য এই ছোট ব্রিজই মুখ্য ভূমিকা পালন করে থাকে। এমনকি ব্রিজের এমন ঝুঁকিপূর্ণ, ভঙ্গুর এবং রেলিংহীনতার জন্য একাধিক মানুষও মারা গেছে। ব্যস্ত রাস্তার এই ছোট ব্রিজ সংস্কার করা এখন সময়ের দাবি। কিন্তু এলাকার মানুষ এখানে নতুন ব্রিজ দেখতে চায়। এলাকার সকলের পক্ষ থেকে সংস্কারপূর্বক নতুন ব্রিজ তৈরির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবু হামজা
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নে খাসকররা বাজার থেকে পূর্বদিকে রাইসাগামী রাস্তায় প্রথমেই চোখে পড়ে ব্রিজটির কিছু অংশ ভেঙে নিচে পড়ে গেছে বেশ আগেই। সাথে সাথে নিচের দিকে ব্রিজ ফেটে চৌচির হওয়া ও জরাজীর্ণ অবস্থা দৃষ্টিগোচর হয় অবলীলায়। ভেঙে রড বের হয়ে যাওয়াই তা অত্যন্ত ঝুঁকিতে আছে। উপরন্তু ব্রিজের রেলিং না থাকার কারণে অবস্থা আরও মারাত্মক।
নিয়মিতই ভাঙা অংশ দিয়ে মানুষ পড়ে যাওয়া, যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়া, ব্যবসার মাল ও ফসলাদি ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদি অঘটন অহরহ ঘটছে। বড় ট্রাক, লরি, বালিভর্তি লাটাহাম্বা, ট্রাক্টর ইত্যাদি ভারী যানবাহন চলাচলরত অবস্থায় ব্রিজটি ভেঙে পড়তে পারে। ভঙ্গুর ব্রিজে চলাচলের সময় এলাকার মানুষকে ভয়ে থাকতে হয়।
কারণ এলাকার ৫ হাজারের অধিক মানুষের চলাচলের জন্য এই ছোট ব্রিজই মুখ্য ভূমিকা পালন করে থাকে। এমনকি ব্রিজের এমন ঝুঁকিপূর্ণ, ভঙ্গুর এবং রেলিংহীনতার জন্য একাধিক মানুষও মারা গেছে। ব্যস্ত রাস্তার এই ছোট ব্রিজ সংস্কার করা এখন সময়ের দাবি। কিন্তু এলাকার মানুষ এখানে নতুন ব্রিজ দেখতে চায়। এলাকার সকলের পক্ষ থেকে সংস্কারপূর্বক নতুন ব্রিজ তৈরির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবু হামজা