image

সান্তাহার রেলওয়ে জংশনে যাত্রীদের দুর্ভোগ

দেশের অন্যতম প্রাচীন ও ব্যস্ত রেলওয়ে জংশন বগুড়ার সান্তাহার জংশন স্টেশন। প্রতিদিন হাজারো মানুষ ঢাকা, রাজশাহী ও খুলনাগামী এক্সপ্রেস ও মেইল ট্রেনে যাতায়াত করে। দীর্ঘদিন ধরে স্টেশনের টিকেট কাউন্টার প্ল্যাটফর্ম থেকে কিছুটা বাইরে হওয়ায় যাত্রীদের টিকেট কাটতে বেশ দুর্ভোগ পোহাতে হয়। ফলে, ট্রেনের সতর্কবার্তা, দিক নির্দেশনা নিয়ে যাত্রীদের শঙ্কিত থাকতে হয়।

আবার, বিপুল সংখ্যক যাত্রীর বিপরীতে শুধু একটি কাউন্টারে টিকেট বিক্রির অভিযোগ ও রয়েছে। এছাড়াও পরিত্যক্ত রেলওয়ের সম্পত্তিতে মাদক সেবন, জুয়ার আড্ডার ঘটনাও ঘটে নিয়মিত। তাই এসব বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যাত্রীদের সমস্যা নিরসনে বাংলাদেশ রেলওয়ে কে সান্তাহার জংশনের যতœ নেওয়া জরুরি। খুব সহজেই টিকেট সরবরাহ করা, ট্রেনের সতর্কতা সহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে যাত্রীদের নির্বিঘœ, নিরাপদ যাত্রা উপহার দেওয়া কর্তব্য।

তাওহীদ ইসলাম সজীব

সম্প্রতি