প্রত্যেক বছর যখন শীতের আগমন ঘটে আমরা যারা খুব ভাগ্যবান তারা শীতের কাপড় নামানোর তোড়জোড় শুরু করে দিই। কেউ কেউ আবার আয়োজন করে শীতকে আলিঙ্গন করেন। কিন্তু যারা রাস্তায়, ফুটপাতে রাতযাপন করে তাদের জন্য শীত যেন একটি অভিশাপ। প্রত্যেক বছর কিছু কিছু সংস্থা বা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে অনেকে শীতার্তদের মাঝে কম্বল-চাদর বিতরণ করে থাকেন, যা সাময়িক সমস্যার সমধান হলেও দীর্ঘ সময়ের জন্য ফলপ্রসূ হয় না।
আবার কোনো কোনো ক্ষেত্রে এটি কেবল একটি প্রথায় পরিণত হয়েছে। অনেকেই কম্বল বিতরণ করেন শুধু ছবি বা ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বাহবা কুড়ানোর জন্য। সরকার যদি চান তাহলে অবশ্যই গৃহহারা পথশিশু, বৃদ্ধ, অসুস্থ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের পুনর্বাসন করতে পারা যাবে। এতে তাদের মাথা গোঁজার ঠাঁই হবে, তাদের জন্যও শীত তখন হয়ে উঠবে উপভোগ্য।
আফিফা জাহান পুষ্প
শিক্ষার্থী, টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
প্রত্যেক বছর যখন শীতের আগমন ঘটে আমরা যারা খুব ভাগ্যবান তারা শীতের কাপড় নামানোর তোড়জোড় শুরু করে দিই। কেউ কেউ আবার আয়োজন করে শীতকে আলিঙ্গন করেন। কিন্তু যারা রাস্তায়, ফুটপাতে রাতযাপন করে তাদের জন্য শীত যেন একটি অভিশাপ। প্রত্যেক বছর কিছু কিছু সংস্থা বা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে অনেকে শীতার্তদের মাঝে কম্বল-চাদর বিতরণ করে থাকেন, যা সাময়িক সমস্যার সমধান হলেও দীর্ঘ সময়ের জন্য ফলপ্রসূ হয় না।
আবার কোনো কোনো ক্ষেত্রে এটি কেবল একটি প্রথায় পরিণত হয়েছে। অনেকেই কম্বল বিতরণ করেন শুধু ছবি বা ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বাহবা কুড়ানোর জন্য। সরকার যদি চান তাহলে অবশ্যই গৃহহারা পথশিশু, বৃদ্ধ, অসুস্থ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের পুনর্বাসন করতে পারা যাবে। এতে তাদের মাথা গোঁজার ঠাঁই হবে, তাদের জন্যও শীত তখন হয়ে উঠবে উপভোগ্য।
আফিফা জাহান পুষ্প
শিক্ষার্থী, টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।