দীর্ঘদিন থেকে পুরনো ঢাকার পোস্তগোলার অরসিন গেট এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল ও শোচনীয়। তা ছাড়াও গেন্ডারিয়ার লোহারপুল হতে পোস্তগোলা পর্যন্ত রাস্তার দুই দিকে অসংখ্য গর্ত এবং ম্যানহোলের ঢাকনা না থাকার কারণে অহরহ দূর্ঘটনা ঘটেই চলছে যা দেখার কেউ নেই। রাস্তাগুলোর অবস্থা গুরুতর।
ইতোমধ্যে স্বামীবাগের মেথরপট্রির রাস্তাও সংস্কারের অভাবে দিন দিন ভাংতে শুরু করছে। সময়মতো সংস্কারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোন মাথাব্যথা নেই। সামান্য বৃষ্টি হলে এলাকায় এলাকায় জলবদ্ধতার সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন হতে পুরনো ঢাকাবাসী চরম দূর্ভোগ পোহা”েছ। প্রতিদিন চলার পথে পুরান ঢাকায় ভাঙ্গাচোড়া রাস্তার জন্য নগরবাসীদের স্বাস্থ্য ঝুঁকিতে পরতে হয় ।
গোটা পুরান ঢাকা ধুলোবালিতে একাকার। নগরভবণ সকাল-বিকাল রাস্তায় পানিও ছিটায় না। এছাড়াও ফরিদাবাদের বাহাদুরপুর লেনের সংস্কার কাজ শেষে দীর্ঘদিন ধরে সংস্কারের মাটির স্তূপ ফেলে রাখা হয়েছে যা পথচারী ও রিকশা যাতায়াতে ভীষণ অসুবিধা বা প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে।
বলা বাহুল্য, শুধু নারিন্দা এলাকা নয়, পুরান ঢাকার সকল অলি-গলিসহ গেন্ডারিয়া, ধোলাইখাল, সূত্রাপুর, বাংলাবাজার, ফরিদাবাদ প্রভৃতি এলাকা ঢাকা ওয়াসা, ডিপিডিসি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক রাস্তা কাটাকাটির জন্য নগরবাসীকে দীর্ঘদিন হতে সীমাহীন দুর্ভোগ ও যানজটে অতিষ্ঠ করে তুলছে । এখানে সংস্কারে ঠিকাদারদের চরম অবহেলা ও উদাসীনতার জন্য সিটি করপোরেশনের এক শ্রেণীর প্রকৌশলীদের সখ্যতাই অনেকাংশে দায়ী।
আশাকরি দ্রুত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর পুরান ঢাকার সব রাস্তাঘাট সংস্কার ও এলাকার ম্যানহোলের ঢাকনা লাগানোর কাজ জরুরিভিওিতে উদ্যোগ নেবেন।
মাহবুবউদ্দিন চৌধুরী
১৭, ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা-১২০৪।
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
দীর্ঘদিন থেকে পুরনো ঢাকার পোস্তগোলার অরসিন গেট এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল ও শোচনীয়। তা ছাড়াও গেন্ডারিয়ার লোহারপুল হতে পোস্তগোলা পর্যন্ত রাস্তার দুই দিকে অসংখ্য গর্ত এবং ম্যানহোলের ঢাকনা না থাকার কারণে অহরহ দূর্ঘটনা ঘটেই চলছে যা দেখার কেউ নেই। রাস্তাগুলোর অবস্থা গুরুতর।
ইতোমধ্যে স্বামীবাগের মেথরপট্রির রাস্তাও সংস্কারের অভাবে দিন দিন ভাংতে শুরু করছে। সময়মতো সংস্কারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোন মাথাব্যথা নেই। সামান্য বৃষ্টি হলে এলাকায় এলাকায় জলবদ্ধতার সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন হতে পুরনো ঢাকাবাসী চরম দূর্ভোগ পোহা”েছ। প্রতিদিন চলার পথে পুরান ঢাকায় ভাঙ্গাচোড়া রাস্তার জন্য নগরবাসীদের স্বাস্থ্য ঝুঁকিতে পরতে হয় ।
গোটা পুরান ঢাকা ধুলোবালিতে একাকার। নগরভবণ সকাল-বিকাল রাস্তায় পানিও ছিটায় না। এছাড়াও ফরিদাবাদের বাহাদুরপুর লেনের সংস্কার কাজ শেষে দীর্ঘদিন ধরে সংস্কারের মাটির স্তূপ ফেলে রাখা হয়েছে যা পথচারী ও রিকশা যাতায়াতে ভীষণ অসুবিধা বা প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে।
বলা বাহুল্য, শুধু নারিন্দা এলাকা নয়, পুরান ঢাকার সকল অলি-গলিসহ গেন্ডারিয়া, ধোলাইখাল, সূত্রাপুর, বাংলাবাজার, ফরিদাবাদ প্রভৃতি এলাকা ঢাকা ওয়াসা, ডিপিডিসি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক রাস্তা কাটাকাটির জন্য নগরবাসীকে দীর্ঘদিন হতে সীমাহীন দুর্ভোগ ও যানজটে অতিষ্ঠ করে তুলছে । এখানে সংস্কারে ঠিকাদারদের চরম অবহেলা ও উদাসীনতার জন্য সিটি করপোরেশনের এক শ্রেণীর প্রকৌশলীদের সখ্যতাই অনেকাংশে দায়ী।
আশাকরি দ্রুত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর পুরান ঢাকার সব রাস্তাঘাট সংস্কার ও এলাকার ম্যানহোলের ঢাকনা লাগানোর কাজ জরুরিভিওিতে উদ্যোগ নেবেন।
মাহবুবউদ্দিন চৌধুরী
১৭, ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা-১২০৪।