আমরা দেখেছি, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে শৃঙ্খলা ফেরানো ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়ার আশ্বাস দিয়েছে। এ ক্ষেত্রে নানামুখী পদক্ষেপও নেয়া হয়েছে কিন্তু কাক্সিক্ষত ফল দৃশ্যমান হয়নি। ফলে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এখনও সরকার ব্যর্থই বলা চলে। বিশেষত বিভিন্ন স্থানে কিশোর গ্যাং, ছিনতাই ইত্যাদি মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। যেকোনো বিষয়ে এখন অনেকে আন্দোলন ও দাবি-দাওয়া পেশ করছে। ফলে দেশে যাতায়াতব্যবস্থা স্থবির হয়ে পড়ছে। জননিরাপত্তায় ঘাটতির বিষয়টিতে মনোযোগ বাড়ানো জরুরি।
আশিকুজ্জামান আশিক
ঢাকা।
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
আমরা দেখেছি, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে শৃঙ্খলা ফেরানো ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়ার আশ্বাস দিয়েছে। এ ক্ষেত্রে নানামুখী পদক্ষেপও নেয়া হয়েছে কিন্তু কাক্সিক্ষত ফল দৃশ্যমান হয়নি। ফলে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এখনও সরকার ব্যর্থই বলা চলে। বিশেষত বিভিন্ন স্থানে কিশোর গ্যাং, ছিনতাই ইত্যাদি মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। যেকোনো বিষয়ে এখন অনেকে আন্দোলন ও দাবি-দাওয়া পেশ করছে। ফলে দেশে যাতায়াতব্যবস্থা স্থবির হয়ে পড়ছে। জননিরাপত্তায় ঘাটতির বিষয়টিতে মনোযোগ বাড়ানো জরুরি।
আশিকুজ্জামান আশিক
ঢাকা।