বুধবার, ১৩ আগস্ট ২০২৫

ভবদহে জলাবদ্ধতা নিরসনে জরুরি টিআরএম প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন

image

ভবদহে জলাবদ্ধতা নিরসনে জরুরি টিআরএম প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন

এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালুর। কিন্তু বহু প্রতীক্ষার পরও তা আজও বাস্তবায়িত হয়নি। এর ফলে চলতি মৌসুমে ভবদহ সংলগ্ন গ্রামগুলো প্রায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার কারণে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ ফসল। ভবদহ সংগ্রাম কমিটি সূত্রে জানা গেছে, যশোরের মণিরামপুর, কেশবপুর, অভয়নগর এবং খুলনার ডুমুরিয়া উপজেলার শতাধিক গ্রাম ও প্রায় ১০ লক্ষাধিক মানুষ ভয়াবহ দুর্ভোগে রয়েছে। স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, কবরস্থান ও ফসলের ক্ষেত তলিয়ে গেছে পানিতে। অনেক পরিবার বসতবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

গেটের উজান ও ভাটির এলাকায় উত্তর দিকে ছয় কিলোমিটার পর্যন্ত পলি পড়ে নদী একেবারেই ভরাট হয়ে গেছে। ২১ পোল্ডারের উত্তরে বারবার স্কেভেটর দিয়ে খনন করেও কার্যকর কোনো ফল পাওয়া যায়নি। গেটের দক্ষিণের অবস্থা আরও করুণÑ সেখানে মানুষ ‘পাঠা’ দিয়ে মাছ ধরছে। নয় ভেল্টের উত্তর পাশে পলি পড়ে জায়গাটি খেলার মাঠে পরিণত হয়েছে। এদিকে গেটের সবগুলো মুখ পলিতে বন্ধ হয়ে পাথরের মতো শক্ত হয়ে গেছে।

পানি নিষ্কাশন কমিটির অভিযোগ, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে টি আর এম প্রকল্পের বিরোধিতা করছে। এই চক্রটি পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডকে বিভ্রান্ত করে চলেছে এবং গত পাঁচ বছরে মাটি কাটার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।

প্রসঙ্গত, ১৯৫৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চলে প্রবল বন্যায় ব্যাপক প্রাণহানি ও ফসলহানি ঘটে এবং সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা। এ সময় মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ কে ফজলুল হক জলাবদ্ধতা নিরসনের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন, যা পাক সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে। পরে ১৯৫৯ সালে পাক সরকার (সিইএফ) কোস্টাল এমব্যাঙ্কমেন্ট প্রজেক্ট চালু করে, যার মূল লক্ষ্য ছিল জলোচ্ছ্বাস ও প্লাবনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে প্রাণহানি ও ফসলহানি রোধ করা। কিন্তু বাস্তবে এ প্রকল্প কোনো কার্যকর সুফল বয়ে আনতে পারেনি।

সামসুজ্জামান

‘পাঠকের চিঠি’ : আরও খবর

» এলপিজি ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

» কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে

» সঙ্গীত ও শরীরচর্চা: সুস্থ জীবনের দুই স্তম্ভ

» কৃষিতে নতুন প্রজন্মের প্রত্যাবর্তন: আশার ইঙ্গিত

» বিশ্বায়নের গ্রাসে আদিবাসী ভাষা ও সংস্কৃতি

» বর্ষায় পদ্মাতীরের মানুষদের দুর্বিষহ জীবন

» জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন চাই

» ভেঙে পড়া পুকুরপাড়ের রাস্তায় গ্রামবাসীর দুর্বিষহ জীবন

» ছয় কুড়ি বিল আর নয় কুড়ি কান্দা: প্রকৃতির সাথে গাঁথা টাঙ্গুয়ার মানুষের ভাগ্য

» ময়মনসিংহকে যানজটমুক্ত শহর গড়ে তোলার দাবি

» অপর্যাপ্ত পাবলিক টয়লেট

» মোবাইল ব্যাংকিং প্রতারণা কেন বাড়ছে?

» নিরাপদ ভোজ্য তেল ও ভিটামিন সমৃদ্ধকরণ

» হাওর অঞ্চলের শিক্ষার উন্নয়নে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজন

» কসমেটিক সংস্কৃতি : সুন্দর হওয়ার চাপ নারীর মানসিক স্বাস্থ্যে কী করছে

» মামলার রায় ও আইনের ভাষা হোক বাংলা

» বেকারত্বের অভিশাপ বাংলাদেশের মাথায়

» ট্রাফিক সিগন্যাল অমান্য : মানুষের আচরণ নাকি সিস্টেমের ব্যর্থতা?

» মশার কয়েলের ধোঁয়া : ঘরের বাতাসের নীরব বিপদ

» রাবির হলের খাবারে স্বাস্থবিধির সংকট