চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র নিউমার্কেট প্রতিদিন হাজারও মানুষের পদচারণা ও যানবাহনের চলাচলে মুখর থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে এ এলাকার অন্যতম বড় সমস্যাÑসড়ক ও ফুটপাত দখল। বিশেষ করে ফার্নিচার ব্যবসায়ীরা রাস্তার প্রায় অর্ধেক অংশজুড়ে দোকান সাজিয়ে বসে আছেন।
দিন বা রাতÑউভয় সময়েই রাস্তার ওপর পড়ে থাকে বড় বড় কাঠ, ফার্নিচার তৈরির সরঞ্জাম ও তৈরি আসবাবপত্র। এতে সড়কের অর্ধেক জায়গা অচল হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। পথচারীদের জন্যও দেখা দেয় ভয়াবহ ভোগান্তি। জনদুর্ভোগের কথা বিবেচনা না করেই বছরের পর বছর ব্যবসায়ীরা ফুটপাত ও রাস্তা দখল করে রাখছেন।
এই অবৈধ দখল কেবল যানবাহনের গতি ব্যাহত করছে না, বরং দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ করেই কাঠের স্তূপ বা আসবাবের ফাঁকে ঢুকে যেতে হয় পথচারীদের। বৃদ্ধ ও শিশুদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।
নগরবাসীর নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে হলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করে বিকল্প স্থানে ব্যবসার সুযোগ সৃষ্টি করাও প্রয়োজন। নাগরিকদেরও মনে রাখতে হবে, ফুটপাত ও সড়ক জনসাধারণেরÑকোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। দখলমুক্ত সড়ক ও ফুটপাত শহরের সৌন্দর্য ফিরিয়ে আনার পাশাপাশি নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচলের পরিবেশ নিশ্চিত করবে।
কানিজ ফাতেমা নূরী
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র নিউমার্কেট প্রতিদিন হাজারও মানুষের পদচারণা ও যানবাহনের চলাচলে মুখর থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে এ এলাকার অন্যতম বড় সমস্যাÑসড়ক ও ফুটপাত দখল। বিশেষ করে ফার্নিচার ব্যবসায়ীরা রাস্তার প্রায় অর্ধেক অংশজুড়ে দোকান সাজিয়ে বসে আছেন।
দিন বা রাতÑউভয় সময়েই রাস্তার ওপর পড়ে থাকে বড় বড় কাঠ, ফার্নিচার তৈরির সরঞ্জাম ও তৈরি আসবাবপত্র। এতে সড়কের অর্ধেক জায়গা অচল হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। পথচারীদের জন্যও দেখা দেয় ভয়াবহ ভোগান্তি। জনদুর্ভোগের কথা বিবেচনা না করেই বছরের পর বছর ব্যবসায়ীরা ফুটপাত ও রাস্তা দখল করে রাখছেন।
এই অবৈধ দখল কেবল যানবাহনের গতি ব্যাহত করছে না, বরং দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ করেই কাঠের স্তূপ বা আসবাবের ফাঁকে ঢুকে যেতে হয় পথচারীদের। বৃদ্ধ ও শিশুদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।
নগরবাসীর নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে হলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করে বিকল্প স্থানে ব্যবসার সুযোগ সৃষ্টি করাও প্রয়োজন। নাগরিকদেরও মনে রাখতে হবে, ফুটপাত ও সড়ক জনসাধারণেরÑকোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। দখলমুক্ত সড়ক ও ফুটপাত শহরের সৌন্দর্য ফিরিয়ে আনার পাশাপাশি নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচলের পরিবেশ নিশ্চিত করবে।
কানিজ ফাতেমা নূরী