মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

শকুন বাঁচানো মানে ভবিষ্যৎ বাঁচানো

শাকিলা খাতুন

শকুন বাঁচানো মানে ভবিষ্যৎ বাঁচানো

শাকিলা খাতুন

একসময় গ্রামের আকাশে শকুনের ঝাঁক ছিল এক পরিচিত দৃশ্য। মাঠে কিংবা সড়কের ধারে কোনো পশুর মৃত্যু হলে মুহূর্তেই শকুন এসে ভিড় জমাত এবং মৃতদেহ মুহূর্তে সরিয়ে নিত। প্রকৃতির এই নিখুঁত পরিচ্ছন্নতাকর্মী আজ প্রায় বিলুপ্তির পথে। বাংলাদেশে সাত প্রজাতির শকুন ছিল, এর মধ্যে সাদা পিঠ শকুন আমাদের নিজস্ব প্রজাতি। অথচ আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের তথ্যমতে, ১৯৯০ সালের পর থেকে দেশে শকুনের সংখ্যা কমেছে প্রায় ৯৯.৯ শতাংশ-যেখানে আগে লাখের মতো শকুন ছিল, এখন অবশিষ্ট মাত্র কয়েকশো।

সমাধান হিসেবে প্রয়োজন সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক অংশগ্রহণ। শকুন সম্পর্কে কুসংস্কার ভাঙতে গণমাধ্যম ও শিক্ষা ব্যবস্থায় সচেতনতা গড়ে তুলতে হবে। স্কুল-কলেজের পাঠ্যক্রমে শকুন সংরক্ষণের গুরুত্ব অন্তর্ভুক্ত করা যেতে পারে। বাজার থেকে ডাইক্লোফেনাক চূড়ান্তভাবে প্রত্যাহারে আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রতিটি নিরাপদ এলাকায় ফিডিং স্টেশন বাড়ানো এবং স্থানীয় জনগণকে প্রণোদনা দিয়ে মৃত গবাদিপশুর দেহ জমা দিতে উৎসাহিত করা দরকার।

শকুন বিলুপ্ত হলে আমাদের সমাজকে বিকল্প ব্যবস্থায় মৃতদেহ সরাতে বিপুল খরচ বহন করতে হবে। তাই শকুন সংরক্ষণ কেবল একটি পাখি বাঁচানোর প্রচেষ্টা নয়, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষার সংগ্রাম। প্রকৃতি যদি রক্ষাকারীকে হারায়, তবে আমরাও নিরাপদ থাকব না।

‘পাঠকের চিঠি’ : আরও খবর

» এলপিজি ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

» কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে

» সঙ্গীত ও শরীরচর্চা: সুস্থ জীবনের দুই স্তম্ভ

» কৃষিতে নতুন প্রজন্মের প্রত্যাবর্তন: আশার ইঙ্গিত

» বিশ্বায়নের গ্রাসে আদিবাসী ভাষা ও সংস্কৃতি

» বর্ষায় পদ্মাতীরের মানুষদের দুর্বিষহ জীবন

» জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন চাই

» ভেঙে পড়া পুকুরপাড়ের রাস্তায় গ্রামবাসীর দুর্বিষহ জীবন

» ছয় কুড়ি বিল আর নয় কুড়ি কান্দা: প্রকৃতির সাথে গাঁথা টাঙ্গুয়ার মানুষের ভাগ্য

» ময়মনসিংহকে যানজটমুক্ত শহর গড়ে তোলার দাবি

» অপর্যাপ্ত পাবলিক টয়লেট

» মোবাইল ব্যাংকিং প্রতারণা কেন বাড়ছে?

» নিরাপদ ভোজ্য তেল ও ভিটামিন সমৃদ্ধকরণ

» হাওর অঞ্চলের শিক্ষার উন্নয়নে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজন

» কসমেটিক সংস্কৃতি : সুন্দর হওয়ার চাপ নারীর মানসিক স্বাস্থ্যে কী করছে

» মামলার রায় ও আইনের ভাষা হোক বাংলা

» বেকারত্বের অভিশাপ বাংলাদেশের মাথায়

» ট্রাফিক সিগন্যাল অমান্য : মানুষের আচরণ নাকি সিস্টেমের ব্যর্থতা?

» মশার কয়েলের ধোঁয়া : ঘরের বাতাসের নীরব বিপদ

» রাবির হলের খাবারে স্বাস্থবিধির সংকট