মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

প্রাণীর প্রতি সহমর্মিতা

নেছার আহমেদ

প্রাণীর প্রতি সহমর্মিতা

নেছার আহমেদ

মানুষ ও প্রাণী একই পৃথিবীর বাসিন্দা। প্রাণী পৃথিবীর পরিবেশের একটি অপরিহার্য অংশ। মানুষ, প্রাণী ও প্রকৃতি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। প্রাণী ছাড়া মানব সভ্যতার বিকাশ সম্ভব নয়। তারা শুধু প্রকৃতির শোভাই নয়, জীববৈচিত্র্যরেও গুরুত্বপূর্ণ উপাদান। খাদ্য, শ্রম, পরিবহন, বিনোদন কিংবা পরিবেশের ভারসাম্য-সব ক্ষেত্রেই প্রাণীরা অপরিহার্য ভূমিকা রাখে। তাই প্রতিটি প্রাণীর প্রতি সহমর্মিতা দেখানো, তাদের বাঁচিয়ে রাখা এবং প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সচেতন মানুষই পারে প্রাণী সংরক্ষণ ও তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে।

প্রাণীদের প্রতি দায়িত্বশীল আচরণই পারে মানবিক সমাজ ও ভারসাম্যপূর্ণ পৃথিবী গঠনে সহায়তা করতে। তাই প্রাণী কল্যাণে জনসচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। প্রাণীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে; শখের বসে বা বিনোদনের জন্য কোনো জীবকে কষ্ট দেওয়া একেবারেই অমানবিক। বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করতে হবে, নির্বিচারে বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে, অবৈধ শিকার ও প্রাণী পাচার প্রতিরোধে নিতে হবে কঠোর ব্যবস্থা।

এছাড়া স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণীর প্রতি দয়া, মমতা ও ভালোবাসার শিক্ষা দেওয়া প্রয়োজন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণী সংরক্ষণ ও মানবিক আচরণবিষয়ক প্রচারণা চালানো জরুরি। রাষ্ট্রীয় পর্যায়েও প্রাণী সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। সবচেয়ে বড় কথা-প্রাণীরাও আমাদের মতোই জীব, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। মানুষ যদি প্রাণীর প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে পৃথিবী আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।

‘পাঠকের চিঠি’ : আরও খবর

» এলপিজি ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

» কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে

» সঙ্গীত ও শরীরচর্চা: সুস্থ জীবনের দুই স্তম্ভ

» কৃষিতে নতুন প্রজন্মের প্রত্যাবর্তন: আশার ইঙ্গিত

» বিশ্বায়নের গ্রাসে আদিবাসী ভাষা ও সংস্কৃতি

» বর্ষায় পদ্মাতীরের মানুষদের দুর্বিষহ জীবন

» জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন চাই

» ভেঙে পড়া পুকুরপাড়ের রাস্তায় গ্রামবাসীর দুর্বিষহ জীবন

» ছয় কুড়ি বিল আর নয় কুড়ি কান্দা: প্রকৃতির সাথে গাঁথা টাঙ্গুয়ার মানুষের ভাগ্য

» ময়মনসিংহকে যানজটমুক্ত শহর গড়ে তোলার দাবি

» অপর্যাপ্ত পাবলিক টয়লেট

» মোবাইল ব্যাংকিং প্রতারণা কেন বাড়ছে?

» নিরাপদ ভোজ্য তেল ও ভিটামিন সমৃদ্ধকরণ

» হাওর অঞ্চলের শিক্ষার উন্নয়নে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজন

» কসমেটিক সংস্কৃতি : সুন্দর হওয়ার চাপ নারীর মানসিক স্বাস্থ্যে কী করছে

» মামলার রায় ও আইনের ভাষা হোক বাংলা

» বেকারত্বের অভিশাপ বাংলাদেশের মাথায়

» ট্রাফিক সিগন্যাল অমান্য : মানুষের আচরণ নাকি সিস্টেমের ব্যর্থতা?

» মশার কয়েলের ধোঁয়া : ঘরের বাতাসের নীরব বিপদ

» রাবির হলের খাবারে স্বাস্থবিধির সংকট