মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

পাখির সুরক্ষা আমাদের অস্তিত্বের সুরক্ষা

পাখির সুরক্ষা আমাদের অস্তিত্বের সুরক্ষা

বাংলাদেশ পাখির দেশ-রঙে, সুরে, বৈচিত্র্য সমৃদ্ধ। কিন্তু দ্রুত শহরায়ণ, আবাসস্থল ধ্বংস ও পরিবেশগত পরিবর্তনের কারণে পাখির সংখ্যা উদ্বেগজনকভাবে কমছে। জীববৈচিত্র্য রক্ষায় পাখি অপরিহার্য; বীজ ছড়িয়ে উদ্ভিদ বিস্তারে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ আমাদের অসচেতন উন্নয়নপ্রক্রিয়ার কারণে বহু পাখি আজ বিলুপ্তপ্রায়। বাবুই পাখির মতো পরিচিত প্রজাতিও এখন প্রায় বইয়ের পাতায় সীমাবদ্ধ, কারণ তাদের বাসা বানানোর মতো তালগাছ প্রকৃতিতে আর তেমন নেই।

তবুও দেশের কিছু অঞ্চলে এখনও ভোরের ঘুম ভাঙে পাখির ডাকে; কোথাও আবার সেই শূন্যতা পূরণ করছে মোবাইলের রিংটোন। শীত এলেই বিদেশি অতিথি পাখির আগমন আমাদের প্রকৃতিকে নতুন প্রাণ জোগায়। সাইবেরিয়া ও উত্তরাঞ্চলের কঠোর শীতসহ্য করতে না পেরে তারা হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এদের বিচিত্র আকার-রং, মনোমুগ্ধকর কণ্ঠ ও উড়াউড়ি আমাদের প্রকৃতিকে সমৃদ্ধ করে। শীতের অতিথি হলেও বছরের পর বছর এদের আগমন যেন আমাদের পরিবেশের এক স্বাভাবিক অংশ হয়ে দাঁড়িয়েছে।

তবে দুঃখজনক হলো-পাখি শিকার এখনো নানা জায়গায় ঘটে। কেউ ভোজনরসিকতা, কেউ জীবিকা, আবার কেউ কেবল শখ থেকে পাখি শিকার করে; এবং এদের মধ্যে অনেকেই তথাকথিত শিক্ষিত সমাজের মানুষ। অতিথি পাখি হোক বা দেশি পাখি-প্রকৃতির ভারসাম্য রক্ষায় শিকার বন্ধ করাই জরুরি। আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সচেতনতা। মানুষকে বুঝতে হবে, পাখির নিরাপত্তা মানে প্রকৃতির নিরাপত্তা, আর প্রকৃতি রক্ষা মানে আমাদের নিজের অস্তিত্ব রক্ষা। সেই বোধ শিশুকাল থেকেই গড়ে তুলতে হবে।

অলোক আচায

‘পাঠকের চিঠি’ : আরও খবর

» খেজুর রসের ঐতিহ্য ও নিপাহ ভাইরাসের সতর্কতা

» পেঁয়াজের বাজারের সিন্ডিকেটের শিকল ভাঙুন

» মৎসজীবীদের সংকট ও সমুদ্রের আহ্বান

» জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর: দেশের উন্নয়নের অগ্রগতি

» প্রতিবন্ধী মানুষ: সমাজের উপেক্ষিত শক্তি

» চাষযোগ্য জমি কমে যাওয়া: ভবিষ্যতের বড় হুমকি

» পলিশ করা চাল ও জনস্বাস্থ্য

» প্রজাপতি ও পাখি রক্ষা: টেকসই কৃষির অপরিহার্যতা

» আধুনিক বাসস্ট্যান্ড নয়, গলাচিপায় এখন কেবল ময়লার ভাগাড়

» বিজ্ঞানের ইতিহাসে নারীর লুকানো আলো

» তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য

» এলপিজি ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

» কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে

» সঙ্গীত ও শরীরচর্চা: সুস্থ জীবনের দুই স্তম্ভ

» কৃষিতে নতুন প্রজন্মের প্রত্যাবর্তন: আশার ইঙ্গিত

» বিশ্বায়নের গ্রাসে আদিবাসী ভাষা ও সংস্কৃতি

» বর্ষায় পদ্মাতীরের মানুষদের দুর্বিষহ জীবন

» জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন চাই

» ভেঙে পড়া পুকুরপাড়ের রাস্তায় গ্রামবাসীর দুর্বিষহ জীবন

» ছয় কুড়ি বিল আর নয় কুড়ি কান্দা: প্রকৃতির সাথে গাঁথা টাঙ্গুয়ার মানুষের ভাগ্য