গলাচিপা পৌরসভা ঘোষিত হয়েছে ১৯৯৭ সালে, কিন্তু ২৮ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মিত হয়নি আধুনিক বাসস্ট্যান্ড। আজও রাবনাবাদ নদীর পাড়ে হরিদেবপুর এলাকায় গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করতে হয়, যা একদিকে যাত্রীসেবার মান কমিয়ে দিচ্ছে, অন্যদিকে সৃষ্টি করছে ভোগান্তি। ২০১২ সালে আধুনিক মানের বাসস্ট্যান্ড নির্মাণের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। একটি বেসরকারি সংস্থার অর্থ বরাদ্দের আশ্বাস পাওয়ার পর পৌর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে ৩ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের পাশের জমি ভরাটও করে। কিন্তু পরে আর বরাদ্দ পাওয়া যায়নি, ফলে বাসস্ট্যান্ড নির্মাণের পুরো উদ্যোগই ঝুলে যায়।
পটুয়াখালী থেকে গলাচিপার বাসভাড়া ৭০ টাকা নির্ধারিত হলেও গন্তব্যে পৌঁছাতে নৌকা পারাপারের অতিরিক্ত ১০ টাকা যোগ হওয়ায় যাত্রীদের দিতে হচ্ছে ৮০ টাকা। এদিকে প্রস্তাবিত বাসস্ট্যান্ডের জায়গাটি এখন পরিণত হয়েছে পৌরসভার আবর্জনা ফেলার স্থানে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা। দীর্ঘদিনের এই অব্যবস্থাপনা দূর করে দ্রুত আধুনিক মানের বাসস্ট্যান্ড নির্মাণের দাবি জানাচ্ছেন উপজেলাবাসী।
নিয়ামুর রশিদ শিহাব
আন্তর্জাতিক: পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ
আন্তর্জাতিক: মদ বিক্রি শুরু করলো সৌদি আরব
আন্তর্জাতিক: ভারতের বৃহত্তম এয়ারলাইনে যেভাবে ধস নামলো