মিথ্যা ফটোকার্ডের নোংরা রাজনীতি বন্ধ হোক

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ফটোকার্ড ও ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। রাজনৈতিক দল, ছাত্র সংগঠন কিংবা নেতাদের নাম ও ছবি ব্যবহার করে এমনসব বক্তব্য প্রচার করা হচ্ছে, যা তারা আদৌ বলেননি। উদ্দেশ্য একটাই জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং রাজনৈতিকভাবে ফায়দা হাসিল করা, বিশেষ করে নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে।

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই অপপ্রচারের সঙ্গে জড়িতদের একটি বড় অংশই শিক্ষার্থী কিংবা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও দায়িত্বশীল ব্যক্তি। যাদের কাছ থেকে আমরা সচেতনতা, যুক্তি ও নৈতিকতার রাজনীতি আশা করি, তারাই যখন মিথ্যা প্রচারণার নেতৃত্ব দেয়, তখন সমাজের জন্য তা মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। এই ভুয়া ফটোকার্ড সবচেয়ে বেশি ক্ষতি করে সাধারণ মানুষের বিশ্বাসে। অনেকেই “ছবি আছে মানেই সত্য” ধরে নিয়ে বিভ্রান্ত হন, ফলে সমাজে তৈরি হয় অবিশ্বাস, বিভাজন ও অস্থিরতা। এটি শুধু ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়; বরং দেশের গণতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বিরুদ্ধেও বড় আঘাত।রাজনীতি হতে হবে সত্য, নৈতিকতা ও যুক্তির ওপর ভিত্তি করে। মিথ্যা ফটোকার্ডের এই নোংরা রাজনীতি এখনই বন্ধ বন্ধ করা উচিত।

রিফাত রহমান

শিক্ষার্থী, আইন ও ভূমি প্রশাসন অনুষদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সম্প্রতি