৯ ডিসেম্বর সারাদেশে রাষ্ট্রীয়ভাবে রোকেয়া দিবস পালিত হলেও অনেকেই জানেন না এই বেগম রোকেয়া (১৮৮০-১৯৩২) মহীয়সী কীর্তিমানের কবর কোথায়? ইতিহাস জানান দেয়, ভারতের কলকাতার উপকণ্ঠে সোদপুর পাণিহাটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অন্তিম শয়ানে ঘুমিয়ে আছেন বেগম রোকেয়া। শুনেছি অনেকে তার পায়রাবন্দে শেষ স্মৃতি-দেহাবশেষ ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়িত হয়নি।
আমি মনে করি- ভৌগোলিক সীমানা সত্ত্বেও, ভাষা ও সংস্কৃতির দিক থেকে তিনি অবিভক্ত বাংলার সম্পদ। তাকে বাংলাদেশে আনলে তার কাজ ও স্মৃতি আরও ভালোভাবে সংরক্ষণ ও সম্মান জানানো সম্ভব হবে বলে মনে করি। তার শেষ বিশ্রামস্থল বাংলাদেশে হওয়া উচিত। রাষ্ট্রীয়ভাবে উদ্যাগে নিলে এটা সহজে বাস্তবায়ন সম্ভব। ভারত সরকারের সাথে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি বা পদক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয় ও সাংস্কৃতিক মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করলে দেহাবশেষ ফিরিয়ে আনা সম্ভব হবে।
আজিম উল্যাহ হানিফ
নাঙ্গলকোট, কুমিল্লা।