image

মব আতঙ্কে জনজীবন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মব জাস্টিসের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনমনে গভীর ভীতি তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এই সহিংসতার অন্যতম উৎসে পরিণত হয়েছে। যাচাই না করা গুজব ছড়িয়ে কাউকে নেতিবাচকভাবে চিহ্নিত করা হচ্ছে, এরপর শুরু হচ্ছে ধড়পাকড়, গণপিটুনি, এমনকি প্রাণনাশের মতো ভয়াবহ ঘটনা। উদ্বেগজনক বিষয় হলো, অনেক ক্ষেত্রে এসব ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ঘটছে।

মব জাস্টিসের নামে লুটপাট, প্রতিষ্ঠান ও স্থাপনায় হামলা, ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস এবং সাংস্কৃতিক অবমাননার ঘটনাও বাড়ছে। মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পুলিশের কার্যকারিতার প্রতি মানুষের আস্থাহীনতা এই প্রবণতাকে আরও উসকে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছে।

এ অবস্থায় দেশে পূর্ণমাত্রার অরাজকতা সৃষ্টি হওয়ার আগেই দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা জরুরি। একই সঙ্গে মব সহিংসতা রোধে কঠোর আইন প্রণয়ন ও তার কার্যকর প্রয়োগ এখন সময়ের দাবি।

শাহরিয়ার সৌরভ

সম্প্রতি