image

যশোর-ঝিনাইদহ মহাসড়ক : উন্নয়নের নামে অবহেলায় নীরব আর্তনাদ

যশোর-ঝিনাইদহ মহাসড়ক শুধু দুটি জেলার সংযোগস্থল নয়-এ সড়ক জুড়ে আছে মানুষের জীবন, জীবিকা ও স্বপ্নের যাতায়াত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ সেই গুরুত্বপূর্ণ মহাসড়কটি পরিণত হয়েছে খানাখন্দে ভরা এক দুর্ভোগের পথে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও কোথাও রাস্তার অস্তিত্বই প্রায় বিলীন। বৃষ্টির দিনে এসব গর্ত পানিতে ভরে যায়, ফলে রাস্তা আর গর্তের পার্থক্য বোঝা যায় না। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল, ভ্যান ও সাইকেল। অথচ ভাঙা সড়কের কারণে যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে, অনেক সময় মাঝপথে নষ্ট হয়ে পড়ছে গাড়ি। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়ছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা।

সবচেয়ে মর্মান্তিক চিত্র দেখা যায় জরুরি সেবায়। রোগীবাহী অ্যাম্বুলেন্স সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় বাড়ছে ঝুঁকি। একদিকে রোগীর যন্ত্রণা, অন্যদিকে ভাঙা সড়কে আটকে থাকা-এ যেন নীরব আর্তনাদের প্রতিচ্ছবি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। মাঝে মাঝে সাময়িক মেরামত হলেও তা টেকসই নয়। কয়েক দিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায় সড়ক। যশোর-ঝিনাইদহ মহাসড়ক দ্রুত ও টেকসই সংস্কার এখন সময়ের দাবি। এ সড়ক শুধু যান চলাচলের পথ নয়, এটি এই অঞ্চলের অর্থনীতি ও জনজীবনের প্রাণস্রোত। অবহেলায় নয়, দায়িত্বশীল উদ্যোগেই ফিরুক এই সড়কের স্বাভাবিক রূপ-এই প্রত্যাশাই এলাকাবাসীর।

স্মিথ জাহান বিভা

সম্প্রতি