নোয়াখালী জেলার সদর উপজেলার বাংলাবাজার–সুবর্ণচর উপজেলার থানার হাটের যোগাযোগ সড়কের সংস্কারকাজ বিগত কয়েক বছর ধরে বন্ধ থাকায় প্রায় অর্ধলক্ষাধিক মানুষের প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তার বিভিন্ন অংশে বৃহদাকার গর্ত ও ভাঙাচোরা অংশ থাকায় প্রতিনিয়ত শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ ধুলাবালি ও দুর্ঘটনার মতো মারাত্মক দুর্ভোগে পড়ছেন।
বিভিন্ন সময় সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও শুধু ভাঙা জায়গাগুলোতে পিচ ঢেলে দেওয়ার কারণে সংস্কারকাজ চলমান থাকা অবস্থাতেই তা আবার ভেঙে যায়। বিভিন্ন জায়গায় রাস্তার পাশে খাল থাকায় সড়ক ভেঙে খালে পড়ে যাচ্ছে, ফলে রাস্তায় তৈরি হচ্ছে বড় বড় গর্ত। বর্ষাকালে বৃষ্টির পানি এসব গর্তে জমে থাকায় সড়ক ও মানুষের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।
ভুক্তভোগী মানুষ জেলা পরিষদ, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যের কাছে বারবার আবেদন জানালেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন সময় ভাঙা ইট ও পিচ দিয়ে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হলেও ভুক্তভোগীরা এর স্থায়ী সমাধান দাবি করছেন।
রেজাউল হক রিয়াদ
খেলা: মোহামেডান-কিংস ম্যাচ ড্র