প্রবীণদের রেলভাড়ায় ছাড় প্রয়োজন

বাংলাদেশে রেলভাড়ায় প্রবীণদের জন্য কখনও ছাড় দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে প্রবীণরা এই সুযোগের দাবি জানাচ্ছেন, কিন্তু সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। দেশের প্রবীণরা চান, তারা যাত্রার সময় কিছুটা অর্থসাশ্রয় করতে পারেন। অন্যদিকে রেল খাত থেকে সরকার কম আয় করছেন না, অথচ ভাড়ার উচ্চতার কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত যাত্রীরা টিকিট কেটে চলাচলে হিমশিম খাচ্ছেন।

দরিদ্র দেশে এই পরিস্থিতি বিবেচনায় নতুন ধরনের পরিকল্পনা থাকা জরুরি। ট্রেনের ভাড়ায় কম টাকায় যাত্রার সুযোগ দেওয়া গেলে সাধারণ মানুষও সাশ্রয় করতে পারবেন। প্রবীণদের ক্ষেত্রে এটি আরও প্রয়োজনীয়, কারণ তাদের আয়ের ও সঞ্চয়ের সীমাবদ্ধতা বেশি। সঞ্চয়ের ওপর সুদের কমিয়ে দেওয়া এবং ভাড়া বৃদ্ধির মতো বিষয় তাদের জীবনকে কঠিন করে তুলেছে। তাই রেলভাড়ায় প্রবীণদের জন্য ছাড় দেওয়ার ব্যবস্থা নেওয়া সরকারের দায়। এটি তাদের জীবনমান রক্ষায় এবং ন্যায্য সুবিধা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লিয়াকত হোসেন খোকন

সম্প্রতি