দেশের বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক ও গ্রামীণ সড়কের পাশে সরকারি খরচে মাইল ফলক এবং দিকনির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হলেও পরবর্তীতে এদের যথাযথ তদারকি করা হয় না। ফলশ্রুতিতে এসব ফলক ও সাইনবোর্ড ময়লা, ধুলাবালি, পোস্টার বা রঙের আঁচড় দ্বারা ঢাকা পড়ে থাকে, কেউ কেউ ভেঙে মাটিতে পড়ে থাকে।
এতে দূরত্ব, গন্তব্য এবং দিকনির্দেশনা স্পষ্টভাবে বোঝা যায় না। যাত্রী, চালক এবং জরুরি সেবার কর্মকর্তা বিভ্রান্ত হয়ে পড়ছেন, বিশেষ করে বহিরাগত পথচারীদের জন্য এই সমস্যা গুরুতর। ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করলে এ ধরনের বিভ্রান্তি ও দুর্ঘটনার ঝুঁকি সহজেই কমানো সম্ভব। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি, রাস্তার পাশে থাকা সব মাইল ফলক ও সাইনবোর্ড দ্রুত সংস্কার ও পরিষ্কার করা হোক, লেখাগুলো স্পষ্ট করা হোক এবং ভবিষ্যতে নিয়মিত তদারকির ব্যবস্থা করা হোক।
মোশফিরাত তাসনিম নুঝাত