ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র। ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগস্থল হিসেবে এটি প্রতিদিন হাজারো যানবাহন ও যাত্রী সামাল দেয়। মোড়টি জেলার বিভিন্ন উপজেলা, আশুগঞ্জ নৌবন্দর এবং আশেপাশের জেলার সঙ্গে যোগাযোগের প্রধান সড়কগুলোর সংযোগস্থল। ভারতের ত্রিপুরার সঙ্গে আখাউড়া স্থলবন্দর যোগাযোগে এর গুরুত্বও অপরিসীম।
কিন্তু বাস্তবতা হলো, রাস্তার অবকাঠামো ভঙ্গুর এবং ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট গর্ত বৃষ্টিতে বড় হয়ে যায়, যা প্রাণহানি ঘটাতে পারে। অবৈধ দোকানপাট, ফুটপাত দখল ও অনিয়মিত বাস স্ট্যান্ডের কারণে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী এম্বুলেন্সের জন্য চরম ভোগান্তি তৈরি হয় এবং হাজার হাজার শ্রমঘণ্টা নষ্ট হয়। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ছোটখাটো দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
যদি সঠিক পরিকল্পনা ও দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, তবে রোডটি আধুনিক ও নিরাপদ সংযোগস্থলে পরিণত করা সম্ভব। আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চার লেনের রাস্তার কাজ ধীরগতিতে চলছে। পাশাপাশি ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণ, নির্দিষ্ট বাস স্ট্যান্ড স্থাপন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব। সিসিটিভি ক্যামেরা ও মনিটরিং ব্যবস্থাও কার্যকর ভূমিকা রাখতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড শুধুমাত্র একটি মোড় নয়, এটি জেলার প্রবেশদ্বার এবং অর্থনৈতিক কর্মকা-ের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।
তানিয়া আক্তার