গত সপ্তাহ থেকে তীব্র ঠান্ডায় পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় অসহায় মানুষজনের জীবনযাপন রীতিমতো সংগ্রামে পরিণত হচ্ছে। রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী ও শরীয়তপুর জেলাসহ আরও কয়েকটি জেলা নিয়ে বিস্তীর্ণ এই চরাঞ্চলের জনগণ অধিকাংশই দরিদ্র। এসব এলাকার বাসিন্দারা মূলত দিনমজুর, জেলে, নৌকার মাঝি, কৃষক ও হকার হিসেবে জীবন জীবিকা চালিয়ে থাকেন।
অধিকাংশের কর্মক্ষেত্র খোলা আকাশের নিচে হওয়ায় শৈত্যপ্রবাহে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। খাদ্য সংকট ছাড়াও ছোট বাচ্চা ও বয়োবৃদ্ধ লোকদের শীতজনিত রোগ দেখা দিচ্ছে। এসব অঞ্চলে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় জ্বর-সর্দি, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট গুরুতর আকার ধারণ করছে। প্রতি বছর সীমিত আকারে ত্রাণ ও কম্বল বিতরণ কর্মসূচি দেখা গেলেও, এবছর সরকার থেকে এখনও কোন উদ্যোগ নেয়া হয়নি।
অনেক পরিবার সরকারি-বেসরকারি সহায়তা পাওয়ার আশায় দিন কাটাচ্ছেন। এসকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যতদ্রুত সম্ভব পর্যাপ্ত ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা জরুরি। চরের মানুষের দুর্ভোগ শুধু শীতকালীন নয়, তাই এখনই স্থায়ী সমাধানের জন্য পদক্ষেপ নেয়া প্রয়োজন।
লোটাস জাহাঙ্গীর