শীতে দুর্ভোগে পদ্মা চরের মানুষজন

গত সপ্তাহ থেকে তীব্র ঠান্ডায় পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় অসহায় মানুষজনের জীবনযাপন রীতিমতো সংগ্রামে পরিণত হচ্ছে। রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী ও শরীয়তপুর জেলাসহ আরও কয়েকটি জেলা নিয়ে বিস্তীর্ণ এই চরাঞ্চলের জনগণ অধিকাংশই দরিদ্র। এসব এলাকার বাসিন্দারা মূলত দিনমজুর, জেলে, নৌকার মাঝি, কৃষক ও হকার হিসেবে জীবন জীবিকা চালিয়ে থাকেন।

অধিকাংশের কর্মক্ষেত্র খোলা আকাশের নিচে হওয়ায় শৈত্যপ্রবাহে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। খাদ্য সংকট ছাড়াও ছোট বাচ্চা ও বয়োবৃদ্ধ লোকদের শীতজনিত রোগ দেখা দিচ্ছে। এসব অঞ্চলে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় জ্বর-সর্দি, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট গুরুতর আকার ধারণ করছে। প্রতি বছর সীমিত আকারে ত্রাণ ও কম্বল বিতরণ কর্মসূচি দেখা গেলেও, এবছর সরকার থেকে এখনও কোন উদ্যোগ নেয়া হয়নি।

অনেক পরিবার সরকারি-বেসরকারি সহায়তা পাওয়ার আশায় দিন কাটাচ্ছেন। এসকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যতদ্রুত সম্ভব পর্যাপ্ত ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা জরুরি। চরের মানুষের দুর্ভোগ শুধু শীতকালীন নয়, তাই এখনই স্থায়ী সমাধানের জন্য পদক্ষেপ নেয়া প্রয়োজন।

লোটাস জাহাঙ্গীর

‘পাঠকের চিঠি’ : আরও খবর

» ঢাবির এফ. রহমান হলে নজর দিন

» মিথ্যা মামলার ঘৃণ্য প্রবণতা বন্ধ হোক

» গরিবের ঘরে শীত যেন এক নীরব অভিশাপ

» রাবিতে ন্যায়বিচারের অস্বচ্ছতা

» বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদ প্রসঙ্গে অভিযোগ ও দৃষ্টি আকর্ষণ

» মবকালচার রোধে কঠোর পদক্ষেপ অপরিহার্য

» কোচিং-বাণিজ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা প্রয়োজন

» ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড: যানজট ও নিরাপত্তার চ্যালেঞ্জ

সম্প্রতি