বর্তমান সময়ে মবতন্ত্র একটি মারাত্মক সমস্যা হিসেবে উদ্ভূত হয়েছে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্তে এই কালচারের প্রভাব বেড়েই চলেছে। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে কিছু মানুষ ভয়াবহ ভাঙচুর ও অগ্নিকা-ের মাধ্যমে জনসম্পদের অপচয় করছে এবং অস্থিতিশীলতা সৃষ্টি করে নিজেদের পৈশাচিক আনন্দ হাসিলের চেষ্টা করছে। কেউ কেউ বিশেষ স্বার্থের জন্য সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে এমন হীন কাজ করাচ্ছেন। তবু নিরীহ একটি প্রাণ হারিয়েছে। এই দিপুর পরিবার যেমন কষ্ট পায়, তেমনি আমরা আমাদের পরিবার নিয়ে চিন্তিত হই। মানবতার মূলনীতি অনুযায়ী, প্রতিটি সন্তান বাবার আদরের অধিকার রাখে।
শীর্ষ গণমাধ্যমগুলোতে হামলা, ভাঙচুর ও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দেশের বাইরে এই ধরনের ঘটনা দেশের সুনাম নষ্ট করছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অপরাধ করে, তার জন্য আইনি প্রক্রিয়া রয়েছে। তাই বিচার পাওয়ার জন্য সবাইকে বৈধ পথে এগোতে হবে। সরকার ও আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করা সম্ভব।
সমাজের শৃঙ্খলা নষ্ট করা বা ধর্ম অবমাননা করা চরম অন্যায়। ধর্মীয় নেতাদের নিয়ে কটুক্তি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা অনুচিত। সুষ্ঠু বিচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব, যা দেশের মানুষ ও সম্পদের কল্যাণে সহায়ক হবে।
দেশের মানুষ ও সম্পদের সুরক্ষার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে যেন মবতন্ত্র কোনোভাবে প্রসারিত হতে না পারে। সরকারেরও তৎপর ভূমিকা থাকা প্রয়োজন।
আজিজুল ইসলাম