রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম পুরাতন ও প্রথম সারির বিদ্যাপীঠ হলেও দুঃখজনকভাবে এখানে ন্যায়বিচার ও জবাবদিহির বিষয়টি ক্রমেই অস্বচ্ছ হয়ে উঠছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনা সেই বাস্তবতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সদ্য এক অধ্যক্ষের গাড়ির ধাক্কায় একজন নারী শিক্ষার্থী হল এলাকায় মারাত্মকভাবে আহত হয়েছেন। ঘটনাটি গুরুতর হলেও এর পরবর্তী পদক্ষেপ, তদন্ত বা দায়িত্ব নির্ধারণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান স্পষ্ট নয়। একইভাবে, একজন ট্রেইনারের দায়িত্বহীনতার কারণে সুইমিংপুলে এক নারী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হলেও আজ পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার বা শাস্তির নজির দেখা যায়নি।
অন্যদিকে, রাবি মেডিকেল সেন্টারের ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য এক স্থায়ী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিক চিকিৎসা ছাড়া অনেক ক্ষেত্রেই কার্যকর সেবা পাওয়া যায় না। এছাড়া বারবার প্রসাশনের পক্ষ থেকে নতুন হল প্রতিস্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনো অগ্রগতি নেই। প্রতিশ্রুতি আর বাস্তবতার এই ফারাক বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আস্থা নষ্ট করছে। ন্যায়বিচার নিশ্চিত না হলে শিক্ষা প্রতিষ্ঠান কেবল অবকাঠামোতে সীমাবদ্ধ থাকে। রাবিতে স্বচ্ছ তদন্ত, দায়িত্বশীল সিদ্ধান্ত ও কার্যকর বিচার এখন সময়ের দাবি।
আবিদ হাসান