image

শীতকালে জলবায়ু পরিবর্তনের অদৃশ্য অভিঘাত

বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে বাংলাদেশের ঋতুচক্র অনিয়মিত হয়ে পড়ছে। আগে শীত ছিল স্থিতিশীল শুকনো ও ঠান্ডা। এখন শীতকালে উষ্ণ বাতাস ঢুকে পড়ছে, আবার হঠাৎ ঠান্ডা ঢেউ আসছে।  ফলে কখনো শীত বেশি, কখনো কম, কখনো শীতই বোঝা যায় না। শীতকালে ভারত ও মধ্য এশিয়া থেকে আসা পশ্চিমা লঘুচাপ বাংলাদেশে ঢুকলে শীতকালে বৃষ্টি হয়, আকাশ মেঘলা থাকে, রাতের তাপমাত্রা কমে যায়। এজন্য শীতকালে বৃষ্টি হওয়া এখন আর অস্বাভাবিক নয়। কখনো কখনো হিমালয় অঞ্চল থেকে অত্যন্ত ঠান্ডা বাতাস নেমে আসে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র শীত পড়ে। তাপমাত্রা হঠাৎ অনেক কমে যায়। তখনই আমরা অতিরিক্ত ঠান্ডা অনুভব করি। আর্দ্রতা বেশি থাকলে শীত কম লাগে। বাংলাদেশে শীতকালে অনেক সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে কুয়াশা থাকলেও প্রকৃত ঠান্ডা কম হয়। ফলে তাপমাত্রা কম হলেও শীত তেমন অনুভূত হয় না। শহরাঞ্চলে কংক্রিট, রাস্তা, দালান তাপ ধরে রাখে

গাছপালা কম তাই শহরে শীত কম লাগে, গ্রামে বেশি লাগে। এ কারণে একই সময়ে কোথাও শীত, কোথাও শীত নেই বলে মনে হয়। গাছপালা কমে যাওয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রাকৃতিক ব্যবস্থা নষ্ট হচ্ছে। আবহাওয়া দ্রুত বদলে যাচ্ছে শীতের স্বাভাবিক চরিত্র হারিয়ে যাচ্ছে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর মধ্যে নয়, অথচ ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় শীর্ষে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘনঘন বন্যা, ঘূর্ণিঝড়, খরা, তীব্র তাপদাহ ও শীতের অনিয়ম সবকিছুই প্রমাণ করে জলবায়ু পরিবর্তন এখন বাংলাদেশের জন্য ভবিষ্যতের নয়, বরং বর্তমানের সংকট। এই পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি সব স্তরে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।

সেঁজুতি মুমু

‘পাঠকের চিঠি’ : আরও খবর

» ঢাবির এফ. রহমান হলে নজর দিন

» মিথ্যা মামলার ঘৃণ্য প্রবণতা বন্ধ হোক

» গরিবের ঘরে শীত যেন এক নীরব অভিশাপ

» রাবিতে ন্যায়বিচারের অস্বচ্ছতা

» বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদ প্রসঙ্গে অভিযোগ ও দৃষ্টি আকর্ষণ

» মবকালচার রোধে কঠোর পদক্ষেপ অপরিহার্য

» শীতে দুর্ভোগে পদ্মা চরের মানুষজন

» কোচিং-বাণিজ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা প্রয়োজন

» ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড: যানজট ও নিরাপত্তার চ্যালেঞ্জ

সম্প্রতি