চিড়িয়াখানা নয়, প্রাণীদের জন্য মানবিক পরিবেশ চাই

চিড়িয়াখানা আজ অনেকটাই প্রাণীর জন্য নির্যাতনের স্থানে পরিণত হয়েছে। দেশের প্রায় প্রতিটি চিড়িয়াখানাই যেন প্রাণীদের জন্য এক ধরনের গুমঘর। ঢাকার চিড়িয়াখানার অবস্থাও ভিন্ন নয়। এই শহরের ভেতর সংকীর্ণ খাঁচায় বন্যপ্রাণীকে আটকে রেখে বিনোদনের উৎস তৈরি করা ২০২৫ সালে এসে আর কোনোভাবেই মানবিক আচরণ বলে গণ্য করা যায় না। সম্প্রতি যে সিংহটি চিড়িয়াখানা থেকে পালিয়েছে, তাকে দেখলেই বোঝা যায় বন্দিজীবন কী ভয়াবহভাবে তাদের ক্ষতিগ্রস্ত করে। প্রকৃতির রাজাধিরাজ সেই প্রাণীগুলোর অনেকেই পর্যাপ্ত খাবার না পেয়ে শুকিয়ে যাচ্ছে, স্বভাব হারাচ্ছে, নিজেদের প্রকৃত রূপ ভুলে যাচ্ছে। মানুষকে বিনোদন দিতে গিয়ে প্রাণীদের এই অবর্ণনীয় কষ্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চিড়িয়াখানাকে আধুনিক, প্রাণীবান্ধব স্থাপনায় রূপান্তর করা বা উন্নত দেশের মতো সাফারি পার্ক ও প্রকৃতিনির্ভর অভয়ারণ্য তৈরি করা এখন সময়ের দাবি। প্রাণীদের স্বাধীনভাবে বাঁচার অধিকার রক্ষায় কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। এভাবে বন্দিদশা আর নির্যাতন কখনোই মানবিকতার পরিচয় হতে পারে না।

রেদোয়ানুল হাসান রায়হান

সম্প্রতি